The Origin Of Science শেষ পর্ব
প্রথম পর্ব , দ্বিতীয় পর্ব , তৃতীয় পর্ব , চতুর্থ পর্ব
" Mathematics is the language of Science" বিজ্ঞানের ভাষা হল গণিত। গণিত ছাড়া বিজ্ঞান মেরুদন্ডহীন, পংগু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Mathematical Logic ছাড়া বিজ্ঞান হল ইনঅ্যাকুরেট ।তাই বিজ্ঞানের জন্ম গণিতের জন্মের সাথেই হয়েছে।গণিতের পূর্বে বিজ্ঞানের জন্ম হওয়া আর মাতার পূর্বের সন্তানের জন্ম হওয়া একই কথা।
প্রথম পর্বে বলেছিলাম যে ইদরীস (আঃ ) কে মু'জেযা হিসাবে Astronomy এবং Mathematics দান করা হয়েছিল। আল-বিদায়া ওয়ান নিহায়া থেকে জানতে পারা যায় যে ইদরীস (আঃ)/Hermes জোর্তিবিদ্যার সাহায্যে রেখা টানতেন। আর এই রেখা টানার বিষয়টা Geometryর সাথে সম্পর্কিত।
Hermes Trismegistus এর শিক্ষার মধ্যে Mathematics ছিল অন্যতম। এই কারণেই মিশরে বাঘা বাঘা Geometrician এর জন্ম হয়েছিল। কিন্তু মিশরীয়রা জ্যামিতির প্রাক্টিক্যাল ব্যবহার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ,ফলে থিওরিটাক্যাল জ্যামিতি ধীরে ধীরে প্রায় বিলুপ্ত হয়ে যেতে লাগল। পিরামিড হল এই প্রাক্টিক্যাল জ্যামিতির উদাহরণ।
কিন্তু গ্রিকরা আবার থিওরিট্যাক্যাল চিন্তা করতে পছন্দ করত।গ্রিক গণিতবিদ পিথাগোরাস মিশরীয়দের কাছ থেকে জ্যামিতির শিক্ষা লাভ করে।এরপর জন্ম নেয় পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য- কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভূজের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান ( a^2+b^2=c^2)। পিথাগোরাসের এই উপপাদ্যটি অসাধারণভাবে প্রমাণ করেছিলেন আরেক গণিতবিদ ইউক্লিড। ইউক্লিড আবার মিশরের Alexandriaয় শিক্ষকতা করত। যেভাবেই দেখেন না কেন বিজ্ঞানের শুরুর ইতিহাস আপনাকে মেসোপটেমিয়াতেই নিয়ে যাবে কারণ Hermes বা ইদরীস (আঃ) এর কারণেই মিশরে এই বিদ্যার আগমন হয়েছিল এবং জন্ম হয়েছিল বিজ্ঞানে।
Hermes এর কারণে বিজ্ঞানের অন্যান্য যেসব আবিষ্কার হয়েছে তার একটা প্রমাণসহ ছোট লিস্ট আছে Lynn Picnett এর The Forbidden Universe: The origins of science and the search for the mind of God বইটাতে।আমি শুধু লিস্টে উল্লেখিত আবিষ্কারগুলোর কথা লিখছি এখানে যা কিনা ইউরোপের বিজ্ঞান বিপ্লব ঘটিয়েছিল--
শেষ কথা:
মানুষের জানার আগ্রহ থেকে বিজ্ঞানের সৃষ্টি হয়নি ,জানার আগ্রহ বিজ্ঞানের উন্নতি সাধন করেছে মাত্র এবং এখনো করছে। প্রকৃতপক্ষে বিজ্ঞান এসেছে আল্লাহ্ তাআলার ইচ্ছায়। তিনি আমাদের জানাতে চেয়েছেন বলেই আমরা জানতে পেরেছে।বিজ্ঞানের ভাষা Mathematics নিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে Mathematics এর বেসিক বিষয়গুলো মানুষের দ্বারা আবিষ্কার করা সম্ভব না।
অনেক ভাই বিজ্ঞানকে খুব তুচ্ছ দৃষ্টিতে দেখে কারণ বিজ্ঞানের জগতকে এখন লিড দিচ্ছে সেকুলার Agnosticরা । যারা বিজ্ঞানকে তুচ্ছভাবে দেখেন তাদেরকে বলব , বিজ্ঞান সেকুলার ও নাস্তিকদের পৈত্রিক সম্পত্তি না। আল্লাহ্ তাআলার সৃষ্টি সম্পর্কে জানার অধিকার সবারই আছে। বিজ্ঞান জানতে গেলে আপনাকে নাস্তিক বা এগনোস্টিক হওয়া লাগবে বিষয়টা এমন না। বরং যেসব মূর্খ বলে
"বিজ্ঞান অনুযায়ী স্রষ্টার অস্তিত্ব নেই" তারা বিজ্ঞানের উৎস সম্পর্কেই অজ্ঞ।
একটা কথা মনে রাখবেন, জ্ঞান অর্জন করা খারাপ কোন কাজ না। কিন্তু জ্ঞান অর্জনের সময় আপনি কোন বিষয় সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে চান সেটা আপনার জানা দরকার। অবশ্যই ইসলামের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কেই সবার আগে জানতে হবে যা কিনা আপনাকে দৃঢ়ভাবে ইসলামিক আইডিওলজি ফলো করতে সাহায্য করবে। শক্তিশালী আইডিওলজির ফলোওয়ার হতে পারলে আপনি যেকোন বিষয় সম্পর্কেই একটা বিশুদ্ধ ধারণা পাবেন এবং বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা পাবেন।
সব পর্বের লিঙ্ক
" Mathematics is the language of Science" বিজ্ঞানের ভাষা হল গণিত। গণিত ছাড়া বিজ্ঞান মেরুদন্ডহীন, পংগু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Mathematical Logic ছাড়া বিজ্ঞান হল ইনঅ্যাকুরেট ।তাই বিজ্ঞানের জন্ম গণিতের জন্মের সাথেই হয়েছে।গণিতের পূর্বে বিজ্ঞানের জন্ম হওয়া আর মাতার পূর্বের সন্তানের জন্ম হওয়া একই কথা।
প্রথম পর্বে বলেছিলাম যে ইদরীস (আঃ ) কে মু'জেযা হিসাবে Astronomy এবং Mathematics দান করা হয়েছিল। আল-বিদায়া ওয়ান নিহায়া থেকে জানতে পারা যায় যে ইদরীস (আঃ)/Hermes জোর্তিবিদ্যার সাহায্যে রেখা টানতেন। আর এই রেখা টানার বিষয়টা Geometryর সাথে সম্পর্কিত।
Hermes Trismegistus এর শিক্ষার মধ্যে Mathematics ছিল অন্যতম। এই কারণেই মিশরে বাঘা বাঘা Geometrician এর জন্ম হয়েছিল। কিন্তু মিশরীয়রা জ্যামিতির প্রাক্টিক্যাল ব্যবহার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ,ফলে থিওরিটাক্যাল জ্যামিতি ধীরে ধীরে প্রায় বিলুপ্ত হয়ে যেতে লাগল। পিরামিড হল এই প্রাক্টিক্যাল জ্যামিতির উদাহরণ।
কিন্তু গ্রিকরা আবার থিওরিট্যাক্যাল চিন্তা করতে পছন্দ করত।গ্রিক গণিতবিদ পিথাগোরাস মিশরীয়দের কাছ থেকে জ্যামিতির শিক্ষা লাভ করে।এরপর জন্ম নেয় পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য- কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভূজের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান ( a^2+b^2=c^2)। পিথাগোরাসের এই উপপাদ্যটি অসাধারণভাবে প্রমাণ করেছিলেন আরেক গণিতবিদ ইউক্লিড। ইউক্লিড আবার মিশরের Alexandriaয় শিক্ষকতা করত। যেভাবেই দেখেন না কেন বিজ্ঞানের শুরুর ইতিহাস আপনাকে মেসোপটেমিয়াতেই নিয়ে যাবে কারণ Hermes বা ইদরীস (আঃ) এর কারণেই মিশরে এই বিদ্যার আগমন হয়েছিল এবং জন্ম হয়েছিল বিজ্ঞানে।
Hermes এর কারণে বিজ্ঞানের অন্যান্য যেসব আবিষ্কার হয়েছে তার একটা প্রমাণসহ ছোট লিস্ট আছে Lynn Picnett এর The Forbidden Universe: The origins of science and the search for the mind of God বইটাতে।আমি শুধু লিস্টে উল্লেখিত আবিষ্কারগুলোর কথা লিখছি এখানে যা কিনা ইউরোপের বিজ্ঞান বিপ্লব ঘটিয়েছিল--
- The Heliocentric Theory
- The laws of planetary motion
- The concept of an infinite universe
- The idea of other solar systems containing habitable planets
- The theory of gravity
- The Newtonian laws of motions
- The circulation of blood
- The Earth's Magnetism
- The basic principles of information theory and the basic principles of computer science
শেষ কথা:
মানুষের জানার আগ্রহ থেকে বিজ্ঞানের সৃষ্টি হয়নি ,জানার আগ্রহ বিজ্ঞানের উন্নতি সাধন করেছে মাত্র এবং এখনো করছে। প্রকৃতপক্ষে বিজ্ঞান এসেছে আল্লাহ্ তাআলার ইচ্ছায়। তিনি আমাদের জানাতে চেয়েছেন বলেই আমরা জানতে পেরেছে।বিজ্ঞানের ভাষা Mathematics নিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে Mathematics এর বেসিক বিষয়গুলো মানুষের দ্বারা আবিষ্কার করা সম্ভব না।
অনেক ভাই বিজ্ঞানকে খুব তুচ্ছ দৃষ্টিতে দেখে কারণ বিজ্ঞানের জগতকে এখন লিড দিচ্ছে সেকুলার Agnosticরা । যারা বিজ্ঞানকে তুচ্ছভাবে দেখেন তাদেরকে বলব , বিজ্ঞান সেকুলার ও নাস্তিকদের পৈত্রিক সম্পত্তি না। আল্লাহ্ তাআলার সৃষ্টি সম্পর্কে জানার অধিকার সবারই আছে। বিজ্ঞান জানতে গেলে আপনাকে নাস্তিক বা এগনোস্টিক হওয়া লাগবে বিষয়টা এমন না। বরং যেসব মূর্খ বলে
"বিজ্ঞান অনুযায়ী স্রষ্টার অস্তিত্ব নেই" তারা বিজ্ঞানের উৎস সম্পর্কেই অজ্ঞ।
একটা কথা মনে রাখবেন, জ্ঞান অর্জন করা খারাপ কোন কাজ না। কিন্তু জ্ঞান অর্জনের সময় আপনি কোন বিষয় সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে চান সেটা আপনার জানা দরকার। অবশ্যই ইসলামের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কেই সবার আগে জানতে হবে যা কিনা আপনাকে দৃঢ়ভাবে ইসলামিক আইডিওলজি ফলো করতে সাহায্য করবে। শক্তিশালী আইডিওলজির ফলোওয়ার হতে পারলে আপনি যেকোন বিষয় সম্পর্কেই একটা বিশুদ্ধ ধারণা পাবেন এবং বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা পাবেন।
সব পর্বের লিঙ্ক
লেখককে ফলো করুন
|
© 2014 by Ask Islam Bangla.