ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

কাহিনী ৬ --> মুখায়রীকের (রা) ইসলাম গ্রহণ

মুখায়রীক ছিলেন একজন ইহুদী ধর্মযাজক ও পণ্ডিত। তিনি ছিলেন একজন বিত্তশালী লোক। তার ছিল বিরাট খেজুর বাগান। রাসুলুল্লাহ (সা) কে তিনি রাসুলুল্লাহের (সা) গুণাবলীর মাধ্যমে চিনতে পেরেছিলেন। তবে স্বধর্মের প্রতি তার টান ছিল প্রবল। উহুদ যুদ্ধের দিন পর্যন্ত তিনি ইহুদি ধর্মেই অবিচল থাকেন।

তারপর যেদিন উহুদ যুদ্ধের দিন এল, দিনটি ছিল শনিবার। তিনি তার স্বজাতির উদ্দেশ্যে বললেন: হে ইহুদি সমাজ! আল্লাহর কসম, তোমাদের অবশ্যই জানা আছে যে, মুহাম্মদ (সা) কে সাহায্য করা তোমাদের কর্তব্য।

তারা বলল: আজ তো শনিবার।

তিনি বললেন: শনিবার তোমাদের জন্য কিছু নয়।

তারপর তিনি অস্ত্রহাতে বেরিয়ে পড়লেন। উহুদ প্রান্তরে রাসুলুল্লাহ (সা) এর নিকট এসে উপস্থিত হলেন এবং তার স্বজাতির লোকজনকে অসিয়ত করে আসলেন যে, এ যুদ্ধে যদি নিহত হই, তবে আমার সমস্ত সম্পদ মুহাম্মদ (সা) এর হয়ে যাবে। তিনি আল্লাহর পছন্দমত যা ইচ্ছা তা করবেন।

তারপর যখন যুদ্ধ শুরু হল, তিনিও যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রেই শাহাদাত বরণ করলেন।

রাসুলুল্লাহ (সা) প্রায়ই বলতেন: মুখায়রীক ইহুদিদের মধ্যে উত্তম ব্যক্তি ছিলেন।

যুদ্ধের পর রাসুলুল্লাহ (সা) মুখায়রীকের সমস্ত সম্পদের মালিকানা গ্রহণ করেন। মদিনায় তাঁর সাদাকাসমূহ সাধারণত মুখায়রীকের এ সম্পদ হতেই তিনি দান করতেন।

- বর্ণনায় ইবনে ইসহাক। সিরাতে ইবনে হিশাম।





LTA-5.191
site search by freefind advanced

© 2015 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.