ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

গল্প ৯ --> খেদমত

এক ব্যক্তির এক ছেলে ছিল। ছেলেটি ছিল বোকা। সেজন্য পিতার ভাবনার অন্ত ছিল না।

মৃত্যুর সময় পিতা ছেলেকে ডেকে বললেন, " আমার মৃত্যুর পর যারা শোক প্রকাশের জন্য আসবে তাদের সাথে নরম ও মিষ্টি কথা বলবে। উঁচু জায়গায় বসাবে এবং মোটা কাপড় পরে তাদের সাথে তাদের সঙ্গে দেখা করবে। আর মূল্যবান খাবার খেতে দিও।"

পিতা ভাবলেন, ছেলে যদি এই ওছিয়ত মত চলে তবে কিছুটা সামাজিকতা রক্ষা করতে শিখবে এবং ধীরে ধীরে সামাজিক হয়ে উঠবে।

তারপর একদিন পিতা মারা গেলেন।

মৃত্যুর পর পিতার এক বন্ধু শোক প্রকাশ করতে এসে দরজায় কলিং বেল টিপেছে। চাকর দরজা খুলে সোফায় বসতে দেয়।

ছেলেটি চাকরকে বলল, " এখানে নয়। ছাদে পানির ট্যাংকের উপরে নিয়ে বসাও।"

চাকর এটা শুনে মেহমানকে ঠেলে টেনে পানির ট্যাংকের উপর বসল। আর ছেলে কার্পেট জড়িয়ে মেহমানের সাথে দেখা করতে এল। মেহমান দুঃখের সাথে জিজ্ঞেস করল, " তোমার আব্বার কি হয়েছিল?"
ছেলে বলল, "তুলা"
মেহমান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, " তিনি কবে মারা গেছেন?"
ছেলেটি বলল, "গুড়।"

মেহমান যাই জিজ্ঞেস করুন না কেন সে বলে গুড় আর তুলা। মেহমান শেষে বিরক্ত হয়ে চুপ করে রইলেন। কিছুক্ষণ পর চাকরকে দেখে ছেলে বলল, "মেহমানকে ট্যাংকির উপর থেকে নামিয়ে খাবার ঘরে নিয়ে যাও।"

খেতে বসে মেহমান দেখেন গোশত অনেক শক্ত। বিরক্ত হয়ে বললেন, "খেতে ভাল লাগছে না। গোশত সিদ্ধ হয়নি।"

ছেলেটি অবাক হয়ে বলল, " বলেন কি? আমি আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা দামের কুকুরটা জবাই দিলাম আর আপনার পছন্দ হল না?" 

মেহমান বমি করতে করতে বললেন এসব করছে কেন সে? ছেলে জবাবে বলল তার পিতা মৃত্যুর সময় অছিয়ত করে গেছেন সে যেন মেহমানদের খেদমত করে। তাদেরকে উচু জায়গায় বসায়, মোটা কাপড় পরে, নরম ও মিষ্টি সুরে কথা বলে এবং দামী খাবার খাওয়ায়। পানির ট্যাংকের চেয়ে উচু জায়গা এ বাড়িতে আর নেই। কার্পেট ছাড়া মোটা কিছু গায়ে দেবার মত নেই তার। আর গুড়ের চেয়ে মিষ্টি আর তুলার চেয়ে নরম কোন শব্দ তার জানা নেই। এবং বাড়ির এলসেশিয়ানটা ছিল সবচেয়ে দামী পশু তাই এটাই রান্না করে দেওয়া হয়েছে।

মেহমান শুনে আর দাড়ালেন না, সেখান থেকে দ্রুত পালালেন।

উপদেশ: 
মখদুমের সুবিধার দিকে লক্ষ্য রাখাই হল খেদমত। রুচিগত কারণে না খাওয়ালে যদি মেহমানের আরাম হয় তবে না খাওয়ানোটাই খেদমত। অনুরূপভাবে কোন কাজ না করলে যদি তার আরাম হয় তবে তা না করাই খেদমত। ডায়াবেটিস রুগীর হাত থেকে মিষ্টির বাটি কেড়ে নেওয়া উত্তম খেদমত হতে পারে কিন্তু হাই প্রেসারের রুগীকে আদর করে বেশী খাওয়ানো কোন খেদমত নয়। বরং বেয়াদবী।

উৎস: মুসলমানের হাসি





STA-9.174
site search by freefind advanced

© 2014 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.