ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

গল্প ১৬ --> একজন গরীব ঝাড়ুদার

একদিন শাইখ খালিদ আফীফি (মদিনা মুনাওয়ারা) মসজিদে নববীতে একজন গরীব ঝাড়ুদারকে দেখলেন। তাকে দেখে উনার খুব মায়া হলো। পাশের একজনের কাছ থেকে তিনি জানতে পারলেন, সে বাঙ্গালি। শাইখের মনে লোকটিকে সাহায্য করার খুব ইচ্ছা জাগলো। তাই, শাইখ খালিদ তাকে নিজের কাছে ডাকলেন। লোকটি উনার কাছে এলে জিজ্ঞাসা করেন, "আপনি কেমন আছেন?" 
জবাবে লোকটি বললেন, "জ্বি, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি।" 
শাইখ এরপর তাকে বললেন, "আমি কি আপনাকে কোনভাবে সাহায্য করতে পারি?" 
লোকটি জবাবে বললেন, "না, আমি ঠিক আছি।" 
শাইখ তারপর বললেন, "আমি কি আপনাকে কুর-আন শিক্ষা দিতে পারি?" 
লোকটি বলেন, "জ্বি, ঠিক আছে। আমি কুর-আন পড়তে পারি।"
জবাব শুনে শাইখ বললেন, " তাহলে, আপনি আমাকে কুর-আনের কিছু অংশ তিলাওয়াত করে শোনান।" 
এরপর লোকটি খুব সুন্দর করে সঠিক তাজবীদের সহিত কুর-আনের কিছ আয়াত তিলাওয়াত করে শাইখ খলিদকে শোনালেন। উক্ত ব্যক্তির তিলাওয়াত শুনে শাইখ খালিদ অভিভূত হয়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, "আপনি কোথা থেকে সঠিক তাজবীদের সহিত এত সুন্দর করে কুর-আন তিলাওয়াত শিখলেন?" 
এরপর লোকটি বললেন, " হে শাইখ! আমি যখন প্রথম এখানে এলাম তখন আমি কুর-আন পড়তে পারতাম না। আমি প্রতি রাতে রাওদাহতে বসতাম আর আল্লাহ'র কাছে কান্নাকাটি করতাম, এবং বলতাম, 'হে আল্লাহ! আপনি আমাকে স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখা দিয়ে দিন।' 
এভাবে আমি রাতের পর রাত আল্লাহ'র কাছে কান্না-কাটি করতাম। এরপর হঠাৎ এক রাতে আমি উনার দেখা পেলাম। উনি আমাকে কুর-আন শিক্ষা দিতে শুরু করলেন। হে শাইখ! উনিই আমাকে এভাবে কুর-আন তিলাওয়াতের শিক্ষা দান করেছেন! 
সুবহানআল্লাহ! 
[শাইখ হাসিব নূর বলেন, আমি নিজে শাইখ খালিদ আফীফির কাছ থেকে এই বর্ণনা শুনেছি]





MMM-6.12
site search by freefind advanced

© 2015 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.