ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

গল্প ১২ --> আত্মমর্যদা

এক নারী পরিপূর্ণ পর্দার সাথে কাজীর সামনে দাঁড়িয়েছিল। সে তার স্বামীর বিরুদ্বে মামলা দায়ের করে রেখেছিল যে, আমার স্বামী আমার মোহরানা পাঁচশ দীনার আদায় করছেন না।

কাজী সাহেব স্বামীর কাছে এর সত্যতা জিজ্ঞেস করলে সে তা অস্বীকার করে। আদালত এবার সাক্ষী তলব করেন।
নারীটি কতিপয় সাক্ষী পেশ করলেন সাক্ষীগণ বললেন, আমরা মহিলার চেহারা দেখেই সাক্ষী দিব যাতে বুঝতে পারি যে, আমরা যে মহিলার সাক্ষীর জন্য এখানে এসেছি এটা সেই মহিলা।

আদালত নির্দেশ দিল যে, মহিলাটি চেহারার হিজাব তুলে নিক যাতে সাক্ষীরা চিনতে পারে। এদিকে মহিলাটি ইতঃস্ত করছিল যে, সে পর্দা খুলবে কিনা?


হঠাৎ তার আত্বমর্যদাশীল স্বামী বলে উঠলেনঃ আমি এটা কখনো মেনে নিতে পারিনা যে, কোন ব্যক্তি আমার স্ত্রীর চেহেরা দেখুক। আর সাক্ষীদের আমার স্ত্রীর চেহেরা দেখার ও কোন প্রয়োজন নেই। তার মোহনরানা সত্যি সত্যিই আমার জিম্নায় রয়েছে।
আদালত এখনই ফায়সালা দিতে প্রস্তুত হতে না হতেই মহিলাটি বলে,ওটলো ঃ শ্রদ্ধেয় বিচারপতি! যদি আমার স্বামী আমার চেহেরা অন্য কেউ দেখুক তা বরদাশত করতে না পারে তাহলে আমি ও তার অপমান বরদাশত করতে পারব না।
সুতারাং মামলা খারিজ করে দিন। আমি আমার মোহরানা ক্ষমা করে দিলাম। আমি এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ভুলই করেছি।


(ইবনে জাওযীর আল মুনতাযিম ফী তারিখিল উমামঃ ১২/৪০৩)





MMM-3.9



site search by freefind advanced

© 2015 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.