ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum
যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। (বাকারা ১৫৬)

হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর। (আলে ইমরান ১৬)

আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন বন্ধু আছে না কোন সাহায্যকারী । ( তাওবা  ১১৬)

অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি বলে দাও : আমার জন্য আল্লাহই যথেষ্ট , তিনি ছাড়া সত্য মাবুদ নেই। আমি তাঁরই উপর নির্ভর করছি, আর তিনি হচ্ছেন মহা আরশের মালিক । ( তাওবা ১২৯ )

আর আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খন্ডাবার মত তাঁকে ছাড়া। পক্ষান্তরে যদি তিনি কিছু কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানীকে রহিত করার মতও কেউ নেই। তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন; বস্তুত; তিনিই ক্ষমাশীল দয়ালু। ( ইউনুস ১০৭)

আর তুমি চল সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি এবং সবর কর, যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ। বস্তুতঃ তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। ( ইউনুস ১০৮)

আর তিনি বললেন, তোমরা এতে আরোহন কর। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান। ( সূরা হুদ ৪১)

হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। ( সূরা হুদ ৪৭)

আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরওয়ারদেগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা তাঁর র্পূণ আয়ত্তাধীন নয়। আমার পালকর্তার সরল পথে সন্দেহ নেই।  ( সূরা হুদ ৫৬)





► আল্লাহ যাদের ভালোবাসেন ও পছন্দ করেন।

আল্লাহ তাওয়াক্কুল কারীদের ভালবাসেন। (আলে ইমরান : ১৫৯)
নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। (মায়িদা : ৪২)
আর যারা সবর করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন। (আলে ইমরান : ১৪৬)
আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন। (আল-মুমতাহেনা : ৮)
বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেইভালবাসেন। (আলে ইমরান : ১৩৪)
আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। (আল-বাক্বারা : ১৯৫)
অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে... ভালবাসেন। (আলে ইমরান : ৭৬)
আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন। (আত-তাওবা : ১০৮)
আল্লাহ সাবধানীদের পছন্দ করেন।(আত-তাওবা : ৪,৭)

►আল্লাহ যাদের ভালোবাসেন না এবং পছন্দ করেন না।

আল্লাহ কাফেরদিগকে ভালবাসেন না। (আলে ইমরান : ৩২)
আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না। (আলে ইমরান : ৫৭)
আল্লাহ দাম্ভিকদেরকে ভালবাসেন না। (আল-কাছাছ : ৭৬)
আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকেপছন্দ করেন না। (আল-কাছাছ : ৭৭)
নিশ্চয়ই আল্লাহ ধোকাবাজ, প্রতারককে পছন্দ করেন না। (আল-আনফাল : ৫৮)
নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। (আল-বাক্বারা:১৯০;আল-মায়িদা:৮৭)
আল্লাহ ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামাপছন্দ করেন না। (আল-বাক্বারা : ২০৫)
তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। (আল-আরাফ : ৩১)
আল্লাহ পছন্দ করেন না তাকে, যে বিশ্বাস ঘাতক পাপী হয়। (আন-নাস : ১০৭)
আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। (আল-হাজ্জ্ব : ৩৮)

Powered by Create your own unique website with customizable templates.