ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৯ --> পোশাকের ব্যাপারে ইসলামের কি বিধান ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

কুরআন ও হাদিসে উল্লেখ পোষাক পড়ার নিয়ম আছে ছেলে ও মেয়েদের জন্য প্রধানত নিয়ম ৬টি।
এনিয়মগুলোকে হিযাব বা পর্দা বলা হয় । এনিয়মগুলো হলো :

  1. মেয়েদের মুখ ও হাতের কব্জি ছাড়া সমস্ত দেহ ঢাকতে হবে । ছেলেদের নুন্যতম পক্ষে নাভির উপর হতে হাটু পর্যন্ত ঢেকে রাখা ।
  2. এমনভাবে পোশাক পরিধান করবে তা কোন প্রকার আটসাট হবে না যাতে শরীরের গড়ন বঝা যায় । ঢিলাঢালা পোশাক পড়তে হবে ।
  3. পোশাক পরিচ্ছদ স্বচ্ছ হবে না, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ।
  4. পোশাক পরিচ্ছদ আকর্ষনীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষন করে ।
  5. পোশাক পরিচ্ছদ এমন হবে না,যা অমুসলিমদের মত । যেমন : খ্রিস্টানদের ক্রস পড়া যাবে না ।
  6. এমন পোশাক পরিধান করা যাবে না,যা বিপরীত লিঙ্গের পোশাকের মত।

এই নিয়মগুলোর কোনটি ভঙ্গ করে না এমন যেকোন পোশাক পড়া জায়েজ । অনেকে পাজামা পান্জাবিকে বাধ্যতা মূলক পোশাক বলেন আমাদের দেশে কিন্তু এ ব্যাপারে কোন দলিল নেই । উপরোন্ত পাজামা-পান্জাবি পারসিদের পোশাক আরবদের নয় । তাই এটার সুন্নত হিসেবে দার করানোর কোন অবকাশই নাই ।

সহীহ বুখারিতে রাসূলুল্লাহর (সা) যে পোশাকগুলো পাই তা হল :
  • পাগড়ি, হেলমেট ( যুদ্ধের সময়)
  • চাদর, জোব্বা, হুল্লা, জামা
  • ইজার (লুঙ্গির মত ), পায়জামা(পরেছেন কিনা সিউর না, পরতে বলেছেন)
  • মোজা, জুতা
  • রূপার আংটি

আশা করি উত্তরটি পেয়েছেন ।

STA-4.11
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.