ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৩১ --> নামাজের ফরজ ওয়াজিব ও নামাজ ভঙ্গের কারন 

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

নামাযের ফরজ সমুহ

নামায শুরুর পূর্বে:-
  1. শরীর পাক 
  2. কাপড় পাক 
  3. নামাযের স্থান পাক 
  4. সতর আবৃত করা 
  5. কেবলামুখী হয়ে দাঁড়ানো 
  6. নিয়ত করা এবং 
  7. ওয়াক্ত মত নামায পড়া।

নামায শুরুর পর:-
  1. তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করা 
  2. কেয়াম বা দাড়ানো 
  3. কেরাত পড়া 
  4. রুকু করা 
  5. সেজদা করা এবং 
  6. নামাযে শেষ বৈঠকে বসা এবং সালাম ফিরানো।

কোন ফরজ ছুটে গেলে নামাজ হবে না । পুনরায় নামায আদায় করতে হবে ।


নামাযে ওয়াজিব
নিম্নে নামাযের ওয়াজিব সমুহ বর্ননা করা হলো। ওয়াজিব সমুহ হলো:

  1. সুরা ফাতিহা পুরা পড়া(আলহামদুশরীফ)
  2. ফাতিহার সাথে অন্য সুরা মিলানো
  3. রুকু সেজদায় দেরী করা।
  4. রুকু হতে সোজা হয়ে খাড়া দাড়ানো
  5. দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা
  6. দর্মিয়ানী বৈঠক ( ২রাকাত নামায হলে এক বৈঠক, ৩ রাকাত নামায হলে ২ বার বৈধক এবং ৪ রাকাত নামায হলে ২ বার বৈধক করা)
  7. বৈঠকে আত্তাহিয়াতু পড়া।
  8. ইমামের জন্য ক্বিরাত আস্তে পড়া( যহুর ও আছর নামায) এবং জোড়ে পড়া(ফজর, মাগরিব, ইশা)
  9. বিতরের নামাযে দোয়া কুনুত পড়া।
  10. দুই ঈদের নামাযে অতিরিক্ত তাকবির বলা।
  11. প্রত্যেক ফরয নামাজের প্রথম ২ রাকাতকে ক্বিরাতের জন্য ঠিক করা।
  12. প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতীব ঠিক রাখা।
  13. প্রত্যেক রাকাতের ওয়জিবগুলির তারতীব ঠিক রাখা।
  14. আসসালামু আলাইকুম বলে নামায শেষ করা ।

ওয়াজিব ছুটে গেলে সিজদা সাহু দিতে হবে । না হলে নামাজ শুদ্ধ হবে না ।

পড়ুন সিজদা সাহুর নিয়ম


নামাজ ভঙ্গের কারন সমূহ হল –

  1. নামাজে কিরাত ভূল পড়া ।
  2. নামাজের ভিতর কথা বলা
  3. কোন লোককে সালাম দেওয়া
  4. সালামের উত্তর দেওয়া
  5. ঊহ-আহ শব্দ করা
  6. ইচ্ছা করে কাশি দেওয়া
  7. আমলে কাছীড় করা যেমন- মোবাইল বন্ধ করা বা দীর্ঘ সময় নিয়ে শরীর চুলকানো, ইত্যাদি, তবে এক হাত দিয়ে মোবাইল সাইলেন্ট করা যাবে
  8. বিপদে অথবা বেদনায় শব্দ করে কাঁদা
  9. তিন তাছবীহ পড়ার সময় পরিমাণ সময় ছতর খূলে থাকা
  10. মূকতাদী ছাড়া অন্য কারো থেকে নামাজ সম্পর্কিত কোন শব্দ গ্রহণ করা
  11. নাপাক জায়গায় সিজদাহ করা
  12. কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া
  13. নামাজে কুরআন শরীফ দেখে পড়া
  14. নামাজে শব্দ করে হাসা
  15. হাঁচির উত্তর দেওয়া
  16. নামাজে খাওয়া অথবা পান করা
  17. ইমামের আগে দাঁড়ানো

এবং আল্লাহই ভাল জানেন ।

আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায়ের তৌফিক দিন । আমিন ।

STA-22.45
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.