ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ২৪ --> দুখলুল মসজিদ/তাহিয়াতুল মসজিদের নামায কী?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

তাহিয়াতুল মসজিদ বা দুখলুল মসজিদের নামায হচ্ছে,মসজিদে ঢুকেই বসে পড়বার আগে যে ২ রাকআত নামায পড়া হয়।এটি সুন্নাত।

# রাসুল(সাঃ)বলেছেনঃ "মসজিদে ঢুকে বসার পুবেই প্রথমে দুই রাকাত 'তাহিয়াতুল মসজিদ' নামায আদায় করবে।"
[মুততাফাক আলাইহ, মিশকাতঃ হা/৭০৪; মসজিদ ও সালাতের স্থান সমুহ' অনুচ্ছেদ-৭।]

# জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “ইমাম খুতবা দেয়া অবস্থায় বা খুতবা চলাকালে তোমাদের কেউ মসজিদে আসলে বা প্রবেশ করলে সে যেন কেবল হালকাভাবে দুই রাকায়াত নামায (তাহিয়াতুল মসজিদ) আদায় করে বসে পড়ে।“
[সহীহ মুসলিমঃ অধ্যায়: জুমআ'র সালাত, অনুচ্ছেদ: জুমআ'র দিন ইমামের খুতবা চলাকালিন সময় কেউ মসজিদে আসলে তার করণীয়; মিশকাতঃ হা/১৪১১ খুতবা ও সালাত অনুচ্ছেদ-৪৫; আবু দাউদঃ হা/১১১৬।]

# রাসুল(সাঃ) বলেছেনঃ "ইমাম মিম্বরে বসার আগ পযন্ত যত রাকাত খুশি নফল নামায আদায় করবে"।
[মুসলিম; মুততাকাফ আলাইহ, আবু দাউদ, মিশকাতঃ হা/১৩৫৮, ১৩৮৪, ৮৭। ]

# "এবং এরপর চুপচাপ মনযোগ সহকারে খুতবা শুনবে"।
[বুখারি; মুসলিম, মিশকাতঃ হা/১৩৮১-৮২; ফিকহুস সুন্নাহঃ ১/২৩৬।]

অতএব,প্রতি ওয়াক্ত নামাযের ক্ষেত্রেই মসজিদে গিয়ে বসবার পূর্বে ২ রাকআত নামাজ পড়ে নেওয়া যাবে।আর জুমুআহর ক্ষেত্রে যেটি বলতে হয়,খুতবা চলাকালিন সময়ে এই নামায পড়া বৈধ হলেও খুতবা শোনা হচ্ছে ওয়াজিব এবং এই নামায সুন্নত।কাজেই উত্তম হচ্ছে ইমাম খুতবা শুরু করার আগেই মসজিদে গিয়ে এই সুন্নতটি আদাত করা।তাহলে সুন্নত,ওয়াজিব উভয়ই আদায় করা যাবে।

এবং আল্লাহই ভালো জানেন।

আশা করি আপনার উত্তরটি পেয়েছেন।

MRM-3.3
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.