ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১৬ --> মুসলিম নামের শ্রেণীবিভাগ

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

মুসলিমদের নামকে পাঁটি ছয়টি অংশে ভাগ করা হয় ।

  1. কুনাইয়াঃ (উপনাম )
  2. ইসম (নাম)
  3. নাসব ( বংশসূচক নাম )
  4. নিসবাঃ ( সম্বন্ধসূচক নাম )
  5. লাকব ( উপাধি) 

১. কুনাইয়াঃ 
সন্তানের নামের পূর্বে আব (পিতা) বা উম্মু ( মাতা) যোগ করে করা নাম হল কুনাইয়াঃ ।
যেমন: আবু মূসা ( মূসার পিতা), উম্মে রুম্মান (রুম্মানের মাতা) ।
তবে এর জন্য তাই শর্ত নয় যে মুখাতেব (যাকে ডাকা হয় ) এর সন্তানের নামেই হতে হবে । অন্য শব্দ হলেও হবে । যেমন : আবু বকর (রা) এর বকর নামে সন্তান ছিল না ।
কুনাইয়াতে বিখ্যাত ব্যক্তি - আবু বকর (রা) , আবু হুরাইরা (রা) 

২. ইসম : 
ইসম হল সাধারণ বা মূল নাম । যেমন - মুহাম্মদ, আহমাদ ,আবদুল্লাহ , মূসা , উমর ইত্যাদি
ইসমে বিখ্যাত : ওমর (রা) , উসমান (রা) ।

৩. নাসব :
পিতা বা উর্ধোতঃন পুরুষের নাম ইবন/ বিন ( পুরুষ) / বিনতে (নারী) যোগ করে দেওয়া হচ্ছে নাসব ।
যেমন : ইবনে মাহমুদ , বিনতে হারেস
নাসবে বিখ্যাত : ইবনে ওমর (রা) , ইবনে কাসির (র) ,ইবনে বতুতা

৪. নিসবাঃ 
জনমস্থান , পেশা , বংশ, গোত্র ইত্যাদি নির্দেশক নাম হল নিসবাঃ । 
যেমন : মাদানী ( মদিনায় শিক্ষিত) , ফারসী (পারস্যের যার জন্ম) , কুতবী ( বই বিক্রেতা)
নিসবায় বিখ্যাত : বুখারী (র) , সালমান ফারসী (রা) 

৫. লাকব :
লাকব হচ্ছে টাইটেল বা উপাধি । যেমন : সাইফুল্লাহ (আল্লাহর তরবারি) , মহীউদ্দিন ( দিনের পুনরুজ্জীবণকারী), সালাউদ্দিন (দিনের সংস্কারক )

এই নাম গুলো যে ভাবে পূর্ণ নাম গঠন করে :

কুনাইয়াঃ ( অপশনাল) + ইসম + নাসব + নিসবাঃ ( অপশনাল) + লাকব ( অপশনাল)

আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী

STA-8.30
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.