ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৯৩ --> সতীচ্ছেদ বা hymen দ্বারা কৌমারিত্ব বা virginity নির্ণয়ের ব্যাপারে ইসলাম কি বলে ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সতীচ্ছেদ বা hymen দ্বারা কৌমারিত্ব বা virginity নির্ণয় করতে হবে এমন কোন নিয়ম নাই । এটি দ্বারা নারী কুমারি বা virgin কিনা তা নির্ণয় সত্যই অসম্ভব কাজ । সতীচ্ছেদ বা hymen একটি পাতলা পর্দা মাত্র । ডাক্তাররা বলেন এটি সিগারেট পেপারের চেয়েও পাতলা । 

এটার আচরণে নারীদের মধ্যে পার্থক্য দেখা যায় । 

  1. অনেক ক্ষেত্রে সতীচ্ছেদ বা hymen এত পাতলা হয় যে প্রথম সহবাসে রক্তপাত মাত্র এক-দু ফোটা হতে পারে । যা অন্যান্য নির্গত তরলের সাথে মিশে বোঝার অযোগ্য হয়ে যাবে ।
  2. অনেক নারীর ক্ষেত্রে এটি স্থিতিস্থাপক হতে পারে ফলে সহবাসের কারণে এটি ছিড়বে না । বাচ্চা প্রসবের সময় কেবল ছিড়বে ।
  3. আবার অনেকের খেলাধুলা, দৌড়াদৌড়ি করতে গিয়ে, সাইকেল চালাতে গিয়ে বা দুর্ঘটনায় এটা ছিড়ে যেতে পারে ।
  4. কারও বা ঋতুঃস্রাবের তীব্রতায় তা ছিড়ে যেতে পারে
  5. কারও আবার জন্ম থেকেই না থাকতে পারে । 


তাই উপরের যেকোন ভাবেই তা ছিড়ুক না কেন সহবাসের অভিজ্ঞতাহীন নারী শরীয়তের দিক থেকে নারী কুমারি বা virgin বলে গন্য হবে । (হিদায়া খণ্ড ১, পৃ ৩১৫)

এবং শুধু সন্দেহের বসে তাকে অপবাদ দেওয়া বা সন্দেহ করা অপরাধ হবে ।

এবং আল্লাহই ভাল জানেন ।

আরো পড়ুন :
Islam QA - Hymen was broken without her committing any immoral action
Islam QA - The hymen may be broken without any immoral action taking place
Islam Web 
Ask Imam


STA-60.100
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.