ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৯০ --> গায়ের মাহরামদের কি সালাম দেওয়া যাবে বা তাদের সালামের উত্তর দেওয়া যাবে ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

মুসলিমদের একে অন্যের সাথে দেখা হলে সালাম বিনিময়ের নির্দেশ আছে । তাই পুরুষ - পুরুষ ও নারী - নারী দেখা হলেই সালাম বিনিময় করতে হবে । পরিচিত হোক বা না হোক । কিন্তু যদি পুরুষ - নারী হয় তখন কি হবে ?

অপর লিঙ্গের ব্যক্তি যদি মাহরাম হয় তবে নিয়মানুযায়ী সালামের উত্তর দিবে । গায়ের মাহরাম হলে উত্তর দিতেও পারে , না দিলেও সমস্যা নাই । বরং আলেমরা না দেওয়াকেই উত্তম বলেছেন । কারণ ফিতনার দিকে প্রথম পদক্ষেপ হয়ত সালামের মধ্য দিয়েই হবে ।

বয়স্ক নারীদের সাথে সাধারণ ভাবে সালাম বিনিময়ের পক্ষে থাকলেও , যুবতী মেয়েদের সাথে সালাম বিনিময়কে আলেমরা অপছন্দ করেছেন ।

ইমাম মালিকের বক্তব্য : বয়স্ক নারীদের ক্ষেত্রে আমি বলি না যে এটা মাকরূহ , কিন্তু যুবতী মেয়েদের ক্ষেত্রে আমি এটা পছন্দ করি না । (মুয়াত্তা)
মূলত তিনি এটি ফিতনার আশংকায় বলেছিলেন ।

তাই গায়ের মাহরামকে সালাম দেওয়া জরুরি নয় । সালামের উত্তর দেওয়াও জরুরি নয় । উত্তর দিতে চাইলে এমন ভাবে দিবে যেন অযথা কথা বাড়ানোর সুযোগ না থাকে । একদম অপরিচিত হলে উত্তর না দেয়া উত্তম, আর পরিচিত হলেও যদি ফিতনার আশংকা থাকে তাহলে উত্তর দেয়া যাবে না। সালামের উদ্দেশ্য অসৎ কিছু হলে অবশ্যই উত্তর দিবে না।

বিস্তারিত পড়ুন:
Islam QA


STA-57.97
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.