ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৮৫ --> মাতৃদুগ্ধব্যাংক কি ইসলাম সম্মত ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সালাফি ও হানাফি ফিকহের আলেমদের মতামত হচ্ছে উক্ত মিল্ক ব্যাংকের দুধ বাচ্চাকে খাওয়ানো হারাম হবে । কারণ-

১. কে কার দুধ খাচ্ছে তা লিস্ট করা হয় না ফলে তাই দুধভাইবোন তৈরি হয়ে যাবে অনেক এবং এতে অনেকর সাথেই বিয়ে হারাম হয়ে যাবে ।

২. একাধিক নারীর দুধ মিশ্রিত করে রাখা হয় । 

সুতরাং উপোরোক্ত অনৈসলামিক পদ্ধতিতে সন্তানকে দুধ খাওয়ানো যাবে না । যাদের সন্তানের জন্য অন্য নারীর দুধ অতি প্রয়োজন সে কি করবে ?

ইসলাম ত এটা বলেই দিয়েছে যে প্রয়োজনে অন্য নারীর দুধ সন্তানকে খাওয়ানো যাবে এবং উক্ত নারীকে এর বিনিময়ে মূল্যও পরিশোধ করে দিতে হবে । 

সর্বোপরি আল্লাহই ভাল জানেন ।

সূত্র:
Darul Iftaa

Islam QA


STA-53.93
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.