ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৮১ --> আমাদের এলাকায় এক মসজিদে একামতের সময় সবাই বসে থাকে এবং হাইয়ালাসসলা বলার পর উঠে দাড়ায়।এটাকে তারা সুন্নত বলে দাবী করে ।এমন কোনো সুন্নতের অস্তিত্ব আছে কি ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

# হযরত উবায়দুল্লাহ বিন আবি কাতাদা রাঃ তারপিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাঃ ইরশাদ করেছেন যে,যখন নামাযের ইকামত দেয়া হয়, তখন তখন তোমরা দাঁড়িওনা,যতক্ষণ না আমাকে বের হতে দেখ, {সহীহ ইবনে হিব্বান,হাদীস নং-২২২৩, সহীহ মুসলিম, হাদীস নং-১৩৯৫, ১৩৯৬,সুনানে আবু দাউদ, হাদীস নং-৫৪০, মুসনাদে আবু আওয়ানা,হাদীস নং-১৩৩৭, সুনানে বায়হাকী, হাদীস নং-২১২০,সুনানে নাসায়ী, হাদীস নং-১৬৫১}

আর সুনানে বায়হাকীতে হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। যখন 'ক্বাদক্বামাতিস সালাহ' বলা হত, তখন তিনি লাফদিয়ে দাঁড়িয়ে যেতেন। {সুনানে বায়হাকী, হাদীস নং-২১২০}

উল্লেখিত সহীহ হাদীসের ভিত্তিতে বুঝা যায় যে,যদি মুসল্লিরা ইকামতের সময় বসে থাকে তাহলে সর্বোচ্চ 'ক্বাদক্বামাতিস সালাহ' পর্যন্ত বসে থাকতে পারে। এরপর নয়। এর অর্থ এইনয় যে, যারা দাঁড়িয়ে আছে তারা ইকামত শুরু হলে বসে যাবে।বরং যদি কেউ বসে থাকে, তাহলে তাদের 'ক্বাদক্বামাতিস সালাহ'পর্যন্ত বসে থাকার অনুমতি দেয়া হয়েছে, এরপর নয়। কিন্তু ইকামত শুরুহলে দাঁড়ানো থেকে বসে যাওয়া একটি অযথা কাজ। এটা হাদিসদ্বারা প্রমাণিত নয়। বরং প্রমাণিত হল বসে থাকলে 'ক্বাদক্বামাতিস সালাহ' পর্যন্ত বসে থাকার অনুমতি আছে।


STA-50.90
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.