ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৭৭ --> পাইরেটেড সফটওয়ার ব্যবহার কি জায়েজ ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সফটওয়ার পাইরেসি এক কথায় সম্পূর্ণ হারাম । কারণ এটা চুরির ভার্চুয়াল রূপমাত্র । 

যদি সফটওয়ার কোম্পানী কর্তৃক কপিরাইট করা হয়ে থাকে এবং তার পাইরেসি সরকার কতৃক নিষিদ্ধ হয়ে থাকে তবে এগুলো ব্যবহার হারাম হবে । 

তবে যদি এমন হয় দেশে ওই কোম্পানীর কোন ব্যবসা নেই এবং ওরিজিনাল কপি সহজলভ্য না তখন কাজের জন্য খুবই প্রয়োজনীয় সফটওয়ার শুধু নিজের ব্যবহারের জন্য ব্যবহার করা যেতে পারে । অথবা একজন মূলটা কিনল এবং তার বন্ধুরা কপি করে নিল তার কাছ থেকে । তবে তা বাণিজ্যিক ভাবে বিক্রয় করা কখনো জায়েজ হবে না ।

শুধুমাত্র কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়ার অতি প্রয়োজন পড়লে এই ছাড়টুকু দেওয়া যাবে । এছাড়া অন্য কোন ধরণের ব্যবহার (যেমন- বিনোদনের জন্য) করার অনুমতি নেই । 

এবং সরকার যদি এন্টি পাইরেসি কোন আইন জারি করে তবে প্রত্যেক মুসলিম তা পালনে ওয়াদাবদ্ধ এবং তাই সে আইন ভঙ্গ করে এমন কোন কিছু করা তার জন্য হারাম।

সূত্র:
Islam Web - Used copied software and wants to repent
Islam Web - Copying CD's that are protected by copyright Islam QA - Ruling on copying programs
Islam QA - Ruling on downloading books that are not free from websites using hacking software and so on

দেখুন:ভিডিও লেকচার

[ বি.দ্র. এই পোস্ট যে পিসি হতে দেওয়া হয়েছে তা লাইসেন্স করা উইন্ডোজে চলে এবং ব্রাউজার ওপেন সোর্স ]


STA-45.85
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.