ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৭৪ --> নাটক, সিনেমা দেখা , গল্পের বই পড়া কি জায়েজ ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

নাটক, সিনেমা দেখা , গল্পের বই পড়া জায়েজ হবে কিনা তা নির্ভর করছে এগুলোর বিষয় বস্তুর উপর । 

এগুলোতে যদি এমন কিছু থাকে যা বাস্তব ও ইসলামের নীতিমালার সাথে সাংঘর্ষিক তবে তা দেখা বা পড়া হারাম ।

প্রথম আসবে পর্দা বা হিজাবের নীতিমালা । যদি তা ভঙ্গ হয় তবে দেখা হারাম ।

তারপর, যদি গান- বাজনা বা music থাকে তবে তা হারাম ।

যদি এমন কিছু থাকে যেমন নারী-পুরুষের বিবাহ বহির্ভূত কর্মকাণ্ড , বউ- শাশুড়ি-ননদের পারিবারিক ঝামেলা যেখানে একে অন্যের পিছে কুমন্ত্রণা লাগাচ্ছে, পরকিয়া দেখাচ্ছে ( হিন্দি সিরিয়াল গুলো ) তবে তা দেখা যাবে না ।

বৈজ্ঞানিক কল্প কাহিনীর নামে এমন অনেক কিছু দেখানো বা লেখা হয় যা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, এমন কিছূ দেখায় যা কেবল আল্লাহর পক্ষেই সম্ভব, ভ্রান্ততত্ত্ব যা কুরআন ও হাদিসের বর্নণার বিরুদ্ধাচারণ করে । এসব হারাম হবে ।

অনেকগুলোতে জাদুবিদ্যার ব্যবহার দেখায় (হ্যারি পটার) যা সম্পূর্ণ কুফরি । এগুলোও হারাম ।

কিছু মুভিতে শিখায় অপরাধ করার ষোলকলা । যা ফিতনা সৃষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করে ।

সবচেয়ে বড় কথা এগুলো মানুষের মাথার মধ্যে ঘুরতে থাকে অনেক ক্ষেত্রে তার বিশ্বাসকে নাড়িয়ে দেয় । এবং সময়ের অপচয় ঘটায়।

অনেকে বলবে আমরা কেবল বিনোদনের জন্য এগুলো দেখি বা পড়ি এবং সময় কাটানোর মাধ্যম । কিন্তু এমন বিনোদনের অনুমতি নেই যেটা হারাম এবং একজন ঈমানদারের জন্য সময় অত্যন্ত মূল্যবান জিনিস ।

# আবু হুরাইরা (রা) বলেন , রাসূল্লাহ ( সা) বলেছেন , একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে । ( জামে তিরমিজী ২২৩৯)

তাই হারাম এইসকল বস্তু হতে হেফাজত করে আল্লাহ আমাদের পরিপূর্ণ ঈমানের অধিকারী করে দিন । আমিন । 

ফতোয়া দেখুন

মুভির খারাপ দিক

সাইন্স ফিকশন

রোমান্টিক

অশ্লীল 

জাদু - ফ্যান্টাসি


STA-42.82
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.