ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৭২ --> কয়েলের ধোঁয়া , সিগারেটের ধোঁয়া নাকে গেলে কি রোজা ভাঙে ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

প্রথমত আগরবাতি , ধুপের ধোঁয়ায় রোজা ভেঙ্গে যাবে বলে মত দিয়েছেন অনেক আলেম । তার কারণ এই ধোঁয়াতে বড় দানা দানা অংশ থাকে যা নিঃশ্বাসের সাথে পেটে চলে যায় । তাই রোজা ভেঙ্গে যায় ।

তবে সাধারণ ধোয়া বা পারফিউম যা কেবল গ্যাস আকারে থাকে তা রোজা ভাঙ্গার কারণ নয় । তাই এতে রোজা ভাঙবে না ।

আর অনিচ্ছা কৃত ভাবে যদি কারো নাকে এই সব ধোঁয়া ( ধুপ, সিগারেট ইত্যাদির ধোঁয়া ) নাক দিয়ে প্রবেশ করে তবে রোজা ভাঙবে না । তবে ইচ্ছাকৃতভাবে নিলে রোজা ভেঙে যাবে ।

আলেমদের দ্বিতীয় মত হল কোন ধোঁয়াই রোজা ভাঙবে না । কারণ এটা খাদ্য বা পানীয় কিছুই না । 

তাই অনিচ্ছাকৃত ভাবে নাকে আসা ধোঁয়ার কারণে রোজা ভাঙবে না ।

আর উভয় মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে চেষ্টা করতে হবে এই ধোঁয়া গুলো এড়িয়ে চলতে ।

পড়ুন:
১ম মত:
Islam QA

২য় মত:
Islam Web - Perfumes and body creams during fasting 

Islam Web - A fasting person smelling the smoke of incense, cigarettes and scented candles


STA-41.81
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.