ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৭১ --> নামাযে সূরা সমূহের ধারাবাহিকতা রক্ষা করা কি জরুরি ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সূরা সমূহের ধারাবাহিকতা সাহাবীদের ইজতিহাদ অনুসারে হয়েছিল বলেই অধিকাংশ আলেমের অভিমত ও ইতিহাস হতে আমরা দেখতে পাই । সাহাবীদের অনেকের কাছেই লিখিত কুরআনের সূরার ধারাবাহিকতা ভিন্ন ছিল । যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) এর কুরআন , উবাই ইবনে কাব (রা) এর কুরআনের ধারা আলাদা ছিল উসমান (রা) এর কর্তৃক সংকলিত কুরআনের চাইতে। 

এ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আয়েশা (রা) বলৈন , " তুমি যেকোন সূরাকেই পূর্বে পড় না কেন , তাতে কিছু আসে যায় না । "

হাদিসে আমরা পাই হুযাইফা (রা) একবার রাসূলুল্লাহর (সা) পিছে তাহাজ্জুদ আদায় করছিলেন তখন রাসূলুল্লাহ প্রথম সূরা বাকারা , তারপর সূরা নিসা , তারপর সূরা আলে ইমরান তিলাওয়াত করেছিলেন । ( মুসলিম , কিতাবুস সালাত , ১৬৯৭ নং হাদীস )

এখানে সূরার বর্তমান ক্রমধারা মানা হয়নি ।

তবে আবু বকর ইবন আম্বারীর মতে সূরার বিন্ন্যাস পরিবর্তন করে পড়া অপরাধ হবে । উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মাজীদের বিন্ন্যাসই অনুসরণীয় ।

কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা) কোন নির্দেশ দিয়ে যাননি আর সাহাবীদের ইজতাহাদেও ভিন্নতা ছিল ।

তাই আলেমদের অধিকাংশের মত সূরা সমূহ ধারা রক্ষা না করে পড়া যায় তবে । ক্রমধারা রক্ষা করে পড়াই উত্তম ।

আরো দেখুন:
Islam QA


STA-40.80
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.