ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৭ --> কোন অমুসলিমের কোন বিশেষ কাজের জন্য জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কি?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

না ভাই জান্নাতে যাবার একমাত্র শর্ত হল মুসলিম হতে হবে । একজন অমুসলিম যদি ভাল কাজ করে তবে তার সে কাজ বৃথা যাবে না । 
আল্লাহ বলেন , "আর যত লোকই হোক না কেন, যখন সময় হবে, তোমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয় তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন।" ( সূরা হুদ :111) 
অর্থাৎ ভাল- খারাপ সকল কাজের প্রতিদানই সবাই পাবে ।

রাসূলুল্লাহ (সা) বলেন ," আল্লাহ মুমিনদের ভাল কাজের প্রতি অন্যায় কিছু করেন না, যা তারা তার দয়ায় করেছে এবং এর পুরস্কার তাদের আখিরাতে দেওয়া হবে । কিন্তু কাফিরদের তাদের পুরস্কার এ জীবণেই দিয়ে দেওয়া হয় এবং যখন সে আখিরাতে আসে তখন তার আর কোন ভাল কাজ বাকি থাকে না পুরস্কার দেবার মত । " (মুসলিম)

তাই তার পুরস্কার সে পৃথিবীতে থাকতেই পেয়ে যাবে । শান্তিতে আনন্দ করে দুনিয়াটা কাটিয়ে দিবে । দুনিয়ায় হয়ত তার কোন পাপের সাজাও পাবে না । আর সবশেষে তার মৃত্যু যন্ত্রণা লাঘব করার মাধ্যমে তার ভালকাজের পুরস্কার দেওয়া শেষ হবে । অপরদিকে কোন মুসলিম ওন খারাপ কাজ করলে তার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন যেন কোন শাস্তি আখিরাতে বাকি না থাকে । মৃত্যু যন্ত্রণা কঠিন করার মাধ্যমে তার শাস্তি শেষ হয় ।

তাই আমরা বাস্তবে দেখতে পাই কাফির বা অমুসলিমরা তুলনামূলক আরামে থাকে মুসলিমদের তুলনায় ।

আশা করি উত্তরটা পেয়েছেন । 

STA-3.16
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.