ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৬৮ --> নখ, গোপন জায়গার লোম না কাটলে নাকি নামাজ হবেনা?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

আমাদের নখ, বগল , নাভির নিচের লোম কাটার জন্য সর্বোচ্চ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ।

# আনাস থেকে বর্ণীত । তিনি বলেছেন: গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি । ( মুসলিম ,কিতাবুত তাহারাহ , ৪৯৭)

সুতরাং এই সময় অতিক্রম করলে পবিত্রতা অর্জন সম্ভব কিনা তাতে সন্দেহ থেকে যাচ্ছে । আর পবিত্রতা হল নামাযের জন্য ফরজ । তাই পবিত্রতা অর্জন না হলে নামাযও হবে না ।

আর নখ বড় হলে এতে ময়লা জমবে এবং ওজুর পানিও হয়ত পৌঁছবে না সে জায়গায় । আর পানি না পৌঁছালে ওজুও হবে না । ওজু না হলে নামাযও হবে না ।

আশা করি বুঝতে পেরেছেন ।


STA-37.77
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.