ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৬১ --> organ transplant/organ donation কি ইসলাম সমর্থন করে ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যাঁ সমর্থন করে । তবে অবশ্যই কিছু নিয়মের ভিতরে ।

১. এমন কোন অঙ্গ দান করা যাবে না যা দানকারীর জীবণের জন্য হুমকি স্বরূপ । যেমন- হৃৎপিণ্ড , ফুসফুস , মস্তিষ্ক ইত্যাদি । 
তবে যে অঙ্গ দানে দাতার কোন সমস্যা হয় না তা দান করা যাবে । যেমন - একটি কিডনি , লিভারের দুই তৃতীয়াংশ ইত্যাদি ।

২. অর্থের বিনিময়ে বিক্রয় করা যাবে না । অর্থাৎ কেবল মাত্র নিঃস্বার্থ দান হতে হবে । 

৩. মৃত ব্যাক্তির অঙ্গ যদি তিনি মৃত্যুর পূর্বে দান করে যান অথবা তার আত্মীয়রা অনুমতি দেয় তবে সংগ্রহ করা যাবে ।

বিস্তারিত জানতে পড়ুন :
Islam QA - Ruling on organ donation 

Islam QA - What is the ruling on donating organs? 

Islam QA - Ruling on organ transplants


STA-32.72
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.