ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৫৬ --> তাস খেলা কি জায়েজ ? 

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

না ভাই তাস খেলা জায়েজ নেই । আলেমদের অভিমত তাস খেলা হারাম । কারণ এই খেলা পুরোটাই ভাগ্য নির্ভর । এবং প্রচুর সময় নষ্ট করে মানুষকে দ্বীন হতে গাফেল করে দেয় । এবং এটি আরো বড় ফিতনা যেমন - জুয়া , মারামারির দিকে মানুষকে দ্রুত নিয়ে যায় । তাসের সাথে টাকা দিয়ে জুয়া খেললে ত তা হারাম এমনিতেই । টাকা ছাড়া খেলাও নাজায়েজ ।

তাসের ব্যাপারে আমরা সরাসরি হাদিস পাই না । তবে ভাগ্য নির্ভর পাশা খেলা সম্পর্কে হাদিস রয়েছে স্পষ্ট ।

# সুলাইমান ইবনে বুরাইদাহ তার পিতা বুরাইদাহ (রাঃ) হইতে বর্ণনা করেছেন।রাসুল (সাঃ) বলেছেন,“যে ব্যাক্তি পাশা খেলল সে যেন শূয়রের গোশত ও রক্তে হাত রাঙাল”।(মুসলিমঃ২২৬০)

# আবু মুসা আল আশারি (রাঃ) হতে বর্ণিত রাসুল (সাঃ) বলেন,“যে পাশা খেলল সে যেন আল্লাহ্‌ এবং আমাকে অমান্য করল”।(আবু-দাউদঃ৪১২৯,নাসিরুদ্দিন আলবানীর মতে সহীহ)

তাই আলেমরা এই ভাগ্য সর্বস্ব, অপ্রয়োজনীয়, ক্ষতিকর , দ্বীন হতে গাফেলকারী খেলাকে হারাম বলেন ।

আশা করি উত্তর পেয়েছেন ।

তাসের উপর ফতোয়া দেখুন :
Islam QA

Fatwa Islam

Qibla


STA-29.69
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.