ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৫৩ --> কোমল পানীয় খাওয়া কি জায়েজ ? 

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

যেকোন পানীয় খাওয়া জায়েজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হারাম কোন উপাদান তাতে না পাওয়া যায় ।

কোন খাদ্য ও পানীয়তে কম-বেশী যাই থাক না কেন, অ্যালকোহল অর্থাৎ নেশাদার দ্রব্য মিশ্রিত থাকলে তা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। 

রাসূলুল্লাহ (সা) বলেন, ‘মাদকতা আনয়নকারী প্রত্যেক বস্ত্তই মদ এবং প্রতিটি মাদকদ্রব্য হারাম’(মুসলিম, মিশকাত হা/৩৬৩৮)।

অন্য হাদীছে এসেছে, ‘যার বেশী পরিমাণে মাদকতা আসে, তার কম পরিমাণও হারাম’ (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৩৬৪৫, সনদ ছহীহ)।

বিভিন্ন সংবাদসূত্রে প্রকাশ, সকল প্রকার এনার্জি ড্রিংক্সসহ অধিকাংশ কোমল পানীয়তে এ্যালকোহল মিশ্রিত থাকে। সম্প্রতি ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান প্রকাশ করেছে যে, জনপ্রিয় দু’টি কোমল পানীয় কোকাকোলা ও পেপসিতে প্রতি লিটারে অন্ততঃ ১০ মিলিগ্রাম এ্যালকোহল রয়েছে । ফ্রান্সের National Institute of Consumption সম্প্রতি (জুন ২৮, ২০১২) এ খবর প্রকাশ করেছে। (প্রেস টিভি নিউজ, ৩০ জুন’১২)।

এছাড়া কোমল পানীয়ের মূল উপাদানে শুকরের চর্বির মিশ্রণ থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করেন ।

এতে শরীরের জন্য ক্ষতিকর নানা উপাদানও বিদ্যমান। যেমন কোকো, ক্যাফেইন, , কার্বন ডাই-অক্সাইড, উচ্চমাত্রার এসিড প্রভৃতি, যা মানুষের কিডনী, দাঁত, হাড়সহ স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। প্রচলিত আরেকটি বিশ্বাস হল কোমল পানীয় হজমে সাহায্য করে। আমরা অনেকেই রিচফুড খাওয়ার পর সফট ড্রিংকস খেতে চাই এ ধারণায় যে, এতে খাবার দ্রুত হজম হবে। এসিডিক হওয়ার কারণে সফট ড্রিংকস পাকস্থলীর সংবেদনশীল এলক্যালাইন ভারসাম্য নষ্ট করে ফেলে। ফলে পেটে ব্যথা, ফুলে যাওয়া, বদহজম, গ্যাস, টক ঢেঁকুর ইত্যাদি নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়।

এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে এ সকল কোমল পানীয় নামক সোডা ওয়াটার নিষিদ্ধ করা হয়েছে।

সুতরাং তৈরীর মূল উপাদানসমূহ সম্পর্কে নিশ্চিত না হয়ে এ সকল পানীয় পান করা যাবে না।

সর্বোপরি সন্দেহজনক বস্ত্তু থেকে দূরে থাকা আবশ্যক।
রাসূলুল্লাহ (সা) বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর মাঝে একটি সন্দেহযুক্ত জিনিস রয়েছে যা হারাম । (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৭৬২)।

তাই খাবার আগে নিশ্চিত হয়ে নিন কি খাচ্ছেন । 

কোমল পানীয়তে অ্যালকোহল পাবার খবরের লিঙ্ক:
Daily Mail - No wonder so many people like it! Coke and Pepsi contain ALCOHOL, reveals French research

ইসলাম ওয়েবের বক্তব্য


কুফল জানতে পড়ুন :
কোমল পানীয় খান, মৃত্যুর দিকে এগিয়ে যান: জিরোটুইনফিনিটি

Global Healing Center

BDToday Blog


STA-28.68
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.