ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৫১ --> কিয়ামত কোন দেশের ১০ ই মুহাররম শুক্রবার অনুযায়ী হবে? কিয়ামত কি এক এক দেশে এক এক সময়ে হবে? 

মূল প্রশ্ন:
রাসূল (স) এর হাদিস দ্বারা প্রমানিত, কিয়ামত ১০ ই মুহাররম শুক্রবারে হবে। আমাদের প্রচলিত গণনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে যদি শুক্রবারে ১০ ই মুহাররম হয় তবে বাংলাদেশে সেদিন ৯ ই মুহাররম শুক্রবার। আবার যদি বাংলাদেশে শুক্রবারে ১০ ই মুহাররম হয় তবে মধ্যপ্রাচ্যে সেদিন ১১ ই মুহাররম শুক্রবার। কিয়ামত মধ্যপ্রাচ্যের ১০ ই মুহাররম শুক্রবারে হলে বাংলাদেশে সেদিন ৯ ই মুহাররম থাকার কারনে কিয়ামত হবেনা। আর বাংলাদেশের ১০ ই মুহাররম শুক্রবারে কিয়ামত হলে মধ্যপ্রাচ্যে ১১ ই মুহাররম থাকার কারনে কিয়ামত হবেনা। তাহলে কিয়ামত কোন দেশের ১০ ই মুহাররম শুক্রবার অনুযায়ী হবে? বাংলাদেশে কিয়ামত কি মধ্যপ্রাচ্যের একদিন পরে হবে আর আমরা কি তা টি.ভি তে দেখব? 

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

ভাল প্রশ্ন। প্রথমত, আমরা জানি না কিয়ামাত কত তারিখে হবে। বা কবে হবে। 
এ বিষয়ে আমরা কেবল বলতে পারি, যেমন আল্লাহ বলতে বলেছেনঃ 

*"লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এর জ্ঞান আল্লাহর কাছেই। আপনি কি করে জানবেন যে সম্ভবতঃ কেয়ামত নিকটেই।" {৩৩:৬৩}

১০ মুহাররাম শুক্রবার কিয়ামত হবে কিনা সেটা কোন সহিহ হাদিসে আমরা খুঁজে পেলাম না। আপনি যদি আমাদেরকে রেফারেন্সটা দিতে পারেন, তাহলে উপকৃত হই।  আর, কুরআনে যে নেই, এটা আমরা নিশ্চিত।

আচ্ছা, এবার আমরা ধরে নেই কিয়ামত হবে x তারিখে। প্রশ্ন হল, সেই x তারিখ কোন দেশ বা অঞ্চলের সাপেক্ষে? 
উত্তর হল, এটা আরব অঞ্চল তথা রাসুল বিশেষত যে দেশে দাঁড়িয়ে বর্ণনা করেছেন সে স্থানের সাপেক্ষে। 
একটা বর্ণনা পাওয়া যায়, তবে কতটা সহিহ বলা যাচ্ছে না, যে, প্রথম ইসরাফিলের (আ) শিঙ্গার ধ্বনি শুনবে যে কাফির ব্যক্তি সে মরুতে তাঁর উটকে পানি খাওয়াতে থাকবে। সে অবস্থাতেই তাঁর কানে পৌঁছাবে সে আওয়াজ। 

অর্থাৎ, শব্দ প্রথম তাঁর কানে আসবে, এরপর সবাই শুনবে ক্রমান্বয়ে। এতে বেশি সময় লাগবে না। 

আর ধ্বংসলীলা শুরুর ব্যাপারে বলতে গেলে, পৃথিবী আল্লাহ্‌র কাছে এতটাই ছোট যে পুরোটা একবারে ধ্বংস করা কোন ব্যাপার না। তাই কিয়ামাত যখন আসবে সবার জন্যই আসবে। একজন আরেকজনের দুর্দশা দেখার টাইম পাবে না। 

*"শিংগায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও যমীনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে বাদে।" {কুরআন ৩৯:৬৮}

এখন, x তারিখে আরব দেশের অর্থাৎ মধ্যপ্রাচ্যের সাপেক্ষে কিয়ামত হবে। তাহলে আপনার প্রশ্ন মতে দক্ষিণ এশিয়ার দিকে কিয়ামাত হবে অই একই সময়ে (x-1) তারিখে। 

আশা করি উত্তরটা পেয়েছেন। 

আর, আল্লাহ্‌ই ভাল জানেন।  


AIM-12.27
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.