ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৫ --> মসজিদের ইমাম , মুয়াজ্জিনের বেতন কি জায়েজ ?

মুল প্রশ্নঃ "আসসালামুয়ালাইকুম ভাই। ইমামরা কি নামাজ পড়ানোর জন্য টাকা নিতে পারবেন? ইমাম মুয়াজ্জিন এগুল কি পেশা? আমাদের নবী (স) তো এক পয়সাও নেন নি, তাহলে ইমামরা কেন টাকা নেবেন? দীন প্রচারে টাকা নেয়াও তো তাহলে হারাম, তাহলে?"

উত্তরঃ
ইমাম ,মুয়াজ্জিনের কাজ ইসলামে স্বেচ্ছাসেবকদের কাজ । মূলত ইমাম যিনি হবেন তার হবার কথা এলাকার নেতা । ইমাম শব্দ মানেই নেতা । ইমাম তার নিজের জীবিকা নিজে নির্বাহ করবে সাধারণ ভাবে । কিন্তু এতে তিনি তার স্বেচ্ছাসেবী কর্মে মনযোগ তেমন হয়ত দিতে পারবেন না । আবার এদিকে মনোযোগ দিলে জীবিকা অর্জনের সময় হয়ে উঠছে না । ফলে এলাকার জনগণ তার জন্য একটি মাসিক অর্থের ব্যবস্থা করতে পারে যেন তিনি নিজেকে পার্থিব কর্ম হতে মুক্ত করে পুরো সময়টা দ্বীনী কাজে ব্যয় করতে পারেন । তবে তিনি যদি তা না নিতে চান কারণ জীবিকা নির্বাহের যথেষ্ট সময় তার আছে তবে তা হল সবচেয়ে উত্তম ।

# রাসূলুল্লাহ (সা) ওসমান ইবনে আবি'ল 'আস কে ইমাম নিযুক্ত করার সময় বলেন, " তুমি তাদের ইমাম ; তাদের মধ্যে যারা দুর্বল তাদের দিকে মনোযোগ দিবে, এবং এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করবে যে আযান দেবার জন্য কোন অর্থ নিবে না । "

অর্থাৎ এই স্বেচ্ছাসেবী কাজে যারা কোন অর্থ নিতে চায় না তারা সবচেয়ে উত্তম । তবে উনাদের পরিবার চালনা যেন কোন সমস্যার সম্মুখীন না হয় জীবিকা অর্জনের সময়ের অভাবে তা দেখা এলাকাবাসীর অবশ্যই কর্তব্য । তবে কেউ যদি বলে , " আমাকে টাকা না দিলে এগুলো করব না !" তবে তখন উপোরক্ত হাদিস প্রযোজ্য হবে ।

অর্থাৎ , ইমাম , মুয়াজ্জিনকে বেতন বা সম্মানী হিসেবে টাকা দিতে কোন সমস্যা নেই । তাদের পরিবার পরিচালনার খরচ যোগার করে দেওয়া জায়েজ ।

সূত্র Islam QA

আশা করি উত্তর পেয়েছেন ভাই 

STA-1.12
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.