ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৪০ --> খেলাধুলা ,যেমন- ক্রিকেট, ফুটবল কি জায়েজ ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শারীরিক পরিশ্রম যুক্ত এসব খেলা জায়েজ কোন সমস্যা নেই । বরং শরীর গঠনের জন্য তা খুবই প্রয়োজন । খেলাধুলার জন্য বরং সর্বদা উৎসাহ দেওয়া হয়। হাদিসে আমরা পাই -
# একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় । যদিও তাদের দুজনই উত্তম । (মুসলিম) 

তবে কিছু কিছু কাজ খেলাকে নাজায়েজ করে ফেলতে পারে । যেমন - হাফ প্যান্ট পরে ফুটবল খেললে তা না জায়েজ কারণ তা পর্দা লঙ্ঘন করছে । তারপর যদি খেলা ইসলামের অত্যাবশ্যকীয় কাজ যেমন- নামায , রোজায় সমস্যা সৃষ্টি করে তবে তা নাজায়েজ । এবং খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নেই । 
• তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের কে ধোকায় ফেলে রেখেছিল। অতএব, আমি আজকে তাদেরকে ভুলে যাব; যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। (সূরা আরাফ:51) 

তাই সাধারণ ভাবে খেলাধুলা উত্তম তবে বাড়াবাড়ি কঠোর ভাবে নিষিদ্ধ ।

আরো পড়ুন

 দেওবন্দের ফতোয়া

Islam QA - পেশাদার খেলাধুলা


STA-25.65
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.