ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৩৯ --> দেহের লোম যেমন- হাত,পায়ের লোম সেভ করা , waxing করা কি জায়েজ ? 

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

মানুষের দেহের লোমকে আলেমরা তিনটি শ্রেণীতে ভাগ করেছেন ।

১. যে লোম সর্বদা ছেটে ফেলতে হবে : শ্রোণীদেশ ,বগলের লোম ,মোচ ইত্যাদি ।

২. যে লোম কখনো ছাটা যাবে না : ভূরু , দাড়ি ( অধিকাংশের মতামত )

৩. যে লোমের ব্যাপারে কোন নির্দেশ নেই : দেহের অন্যান্য লোম 

তাই ভুরু বাদে অন্য সকল লোম সেভ করে ফেলা যাবে কিনা এ ব্যাপারে কিছূ আলেমদের মতভেদ আছে । কেউ বলেন এটা করা যাবে না । কারণ এটা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে । যা নিষেধ । কিন্তু অন্যান্য আলেমগণ বলেন না এটা বিকৃতির মধ্যে পরে না । তারা বলেন এই লোম রাখার স্বাধীণতা মানুষের উপর তারা রাখতে চাইলে রাখবে , না চাইলে রাখবে না । 


ফতোয়া আল-লাজনাহ আল দাইমাহতে বলা হয়েছে :
♦ নারীদের জন্য তাদের হাত ,পা, ঠোঁটের উপরের লোম তুলে ফেলায় কোন গুনাহ নেই । ভুরু এবং মাথার চুল বাদে অন্য যেকোন লোম তারা তুলে ফেলতে পারে । ( ৫/১৯৪,১৯৫ )

আশা করি উত্তর পেয়েছেন ।

বিস্তারিত জানতে পড়ুন 

Islam QA - What is the hair that it is permissible to remove and the hair that it is not permissible to remove?


STA-23.63
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.