ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৩৭ --> ৭৮৬-এর অর্থ এবং ব্যবহারের যৌক্তিকতা

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

‘বিসমিল্লাহ’-এর শব্দগুলোর বিশেষ গাণিতিক মান বের করে ৭৮৬ সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ব্যবহারকারীরা মনে করে, এর দ্বারা ‘বিসমিল্লাহ’-কে যত্রতত্র অমর্যাদাকর ব্যবহার থেকে রক্ষা করা যায়। এটা নিতান্তই বাল্যসুলভ চিন্তা।

কারণ,৭৮৬ দ্বারা যেমন ‘বিসমিল্লাহ’ বোঝানো যায়,ঠিক তেমনভাবে অন্য কোন শব্দও ৭৮৬ দ্বারা বুঝানো যেতে পারে,এমন কী,অন্য শব্দটি গালিও হতে পারে।

তাছাড়া,আল্লাহ তা'আলা কুর'আনকে সহজ করেছেন আরবী ভাষায় নাযিল করে, তিনি তো সংখ্যা দিয়ে নাযিল করেন নি। তাই এটা সুস্পষ্ট গোমরাহী ও মারাত্মক গুনাহ।

অতএব,‘বিসমিল্লাহ’কে ‘বিসমিল্লাহ’-এর জায়গায় রেখেই এর মর্যাদা নিশ্চিত করতে হবে; অস্পষ্ট সংকেতে উচ্চারণেই বরং এর প্রতি চরম অবমূল্যায়ন হয়।

রেফারেন্সঃ  Why do Some Muslims write 786 for Bismillah is it Correct? - Dr. Zakir Naik 

EDS-9.10
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.