ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৩২ --> বেহেস্তবাসী এবং দোজখবাসী একে-অপরকে দেখতে পারবে?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

বেহেস্তবাসী এবং দোজখবাসী একে-অপরকে দেখতে পারবে এবং কথাও বলবে ।
সূরা মুদ্দাসসিরে বর্ণীত হয়েছে তাদের কথোপোকথনের ব্যপারটি ।

• নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম, মানুষের জন্যে সতর্ককারী। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী; কিন্তু ডানদিকস্থরা, তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। অপরাধীদের সম্পর্কে বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবেঃ আমরা নামায পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। আমাদের মৃত্যু পর্যন্ত। {সুরা মুদাসসিরঃ ৩৫-৪৭}

তাফসির ইবন কাসিরে ব্যাখ্যায় বলা হয়েছে,জান্নাতিগণ জাহান্নামীদেরকে দেখে উক্ত প্রশ্নগুলো করবে এবং জাহান্নামীরা জবাব দেবে।

এখানে আমরা দেখতে পাই আল্লাহ আমাদের জান্নাত ও জাহান্নাম বাসীর মধ্যকার ভবিষ্যৎ কথোপকথন তুলে ধরে আমাদের সতর্ক করেছেন যেন আমরা ভুলেও জাহান্নামের দিকে পা না বাড়াই ।

আশা করি উত্তরটা পেয়েছেন ।

STA-19.59
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.