ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৩০---> বাজারে প্রচলিত পারফিউম,বডি স্প্রে ব্যাবহার কি জায়েজ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

পারফিউম তথা সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নত। তাই আপনার মুল প্রশ্ন হচ্ছে, বাজারের পারফিউম অর্থাৎ Alcohol দেয়া পারফিউম ব্যবহার করায় সমস্যা আছে কিনা। 

কিছুটা দ্বিমত থাকলেও এ ব্যাপারে বেশিরভাগ একমত যে, alcoholic perfume জায়েজ। কেউ এটাকে সরাসরি হারাম বলতে পারেন না। তবে, অ্যালকোহল বেশি হলে সেটা ব্যবহার নিরুৎসাহিত করা হয়। 

মেইন পয়েন্ট হল, নেশা দ্রব্য হারাম, ইথানল পান করলে আমাদের নেশা হবে তাই ইথানল হারাম। মদ হারাম। কিন্তু, না পান করলে তো নেশা হবে না! এজন্য এটাকে হারাম বলা যায় না।

এ ব্যাপারে শায়খ মুহাম্মাদ ইবনে সালিহ আল উসাইমিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 
"মুলত যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হল, জিনিস পবিত্র কিনা। অপবিত্র প্রমাণ না হলে সেটা পবিত্রই। কিন্তু কোন জিনিস পবিত্র/বিশুদ্ধ হলেও সেটা হারাম হতে পারে খাওয়া। যেমন বিষ অবিশুদ্ধ দ্রব্য না, কিন্তু হারাম। (তেমনই অ্যালকোহল); সকল অপবিত্র জিনিস হারাম, কিন্তু সকল পবিত্র জিনিসই হালাল নয়।"

এ ব্যাপারে বলতে হয়, অ্যালকোহল কিন্তু ল্যাবে উত্তম বিশোধক হিসেবে ব্যবহার করা হয়। এবং অ্যালকোহল একটা বিশুদ্ধ দ্রব্য। আর as long as এটা আপনি পান করছেন না অথবা এর সংস্পর্শে মাতাল হচ্ছেন না, ততক্ষণ এর ব্যবহার হালাল। নয়তো কি যারা স্পিরিট নিয়ে কাজ করে, অর্থাৎ রঙ এর কাজ করে, তাদের কাজ কি হারাম?  ওদের কাজও তো অ্যালকোহল নিয়ে।

একটি হাদিস বলা যায় এক্ষেত্রে, সনদ নিশ্চিত না, কিন্তু তাও মদ নিষিদ্ধ হবার আগের একটি ঘটনা প্রসঙ্গক্রমে উল্লেখ করলামঃ
# আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা) থেকে বর্ণিত, যে রাতে রাসুল (স) জিনদের সাথে দেখা করেন, সে রাতে আমি সাথে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার কাছে পানি আছে কিনা। আমি বললাম আমার কাছে নবীয ( খেজুর ডুবিয়ে রাখা একটু আঠালো পানি) আছে পাত্রে। মুহাম্মাদ (স) বললেন, "আমাকে দাও, ওযু করব।" তিনি তাই করলেন। রাসুল (স) বললেন, "হে আব্দুল্লাহ ইবনে মাসুদ! এটা একটা পানীয় আর উত্তম বিশোধক (Purifier)" 
<মুসনাদ আহমাদ, হাদিস #3594>

তাই অধিকাংশ মত হল, অ্যালকোহলিক পারফিউম জায়েজ। আর এটা দেয়ার পর নামাজ পড়া জায়েজ। কারণ, আপনি নাপাক কিছু ব্যবহার করছেন না।

আশা করি উত্তর পেয়েছেন।  

আল্লাহ ভাল জানেন। 


ফাতওয়াঃ

Islam QA Does using perfumes that contain alcohol interfere with the validity of the prayer?

Islam QA Ruling on perfumes containing alcohol

AIM-9.24


site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.