ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ২৫ ---> আল্লাহ কি নিরাবেগ?

পূর্ণ প্রশ্নঃ 
ছোটবেলায় পড়তাম আমরা ভাল কাজ করলে খোদা খুশি হন আর খারাপ কাজ করলে খোদা রাগেন ৷ কিন্তু আমরা দুঃখ পেলে উনি কী দুঃখ পান ?? মানে খোদা নিরাকার পড়েছি এবং বিশ্বাসও করি ৷ নিরাবেগও কী ?? নাকি দুঃখের বোধশক্তিটা উনি সৃষ্টির উপরই রেখে দিয়েছেন?

উত্তর :
যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সত্যি বলতে, আল্লাহ নিরাবেগ কি আবেগী সেটা আমাদের জানানো হয়নি। তবে হ্যাঁ, কুরআনে আল্লাহ কিছু অনুভূতির কথা উল্লেখ করেছেন বটে। কিন্তু, এমন ভাবলে হবে না যে, তাঁর অনুভূতি আমাদের মতই। সেগুলো ঐশ্বরিক।

কারণঃ 
* "কোন কিছুই তাঁর মত নয়।" (কুরআন ৪২:১১)

পূর্বের কিতাবসমূহের বিকৃত ভার্শনগুলোতে ঈশ্বরকে পুরো মানবিক গুণাবলিতে আবদ্ধ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। যেমনঃ
~ "অতঃপর ঈশ্বর অনুতপ্ত হলেন।" {তাওরাত, পয়দায়েশ, ৬:৬}
~ "ঈশ্বর দুঃখ পেলেন।" {জাবুর ৭৮:৪০}
~ "ঈশ্বর প্রতিশোধপরায়ণ।" {৩২:৩৫}
~ "আমি এক প্রতিহিংসাপরায়ণ ঈশ্বর।" {তাওরাতঃহিজ্রতঃ২০:২}

তাই আল্লাহ্‌র অনুভূতি নিয়ে চিন্তা করার সময় খেয়াল রাখতে হবে সাবধানে, যেন হিউম্যানলাইক না হয়। 

আসুন আমরা দেখি কুরআনে আল্লাহ্‌র কী কী অনুভূতির কথা বলা আছে।  

আল্লাহ দেখেন শোনেন জানেন এগুলো তো অহরহ কুরআনে বর্ণিত হয়, বরং আমরা অন্য অনুভূতিগুলো দেখি।

আল্লাহ খুশি হনঃ
* "তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।" (৮৯:২৮)

আল্লাহ ভালবাসেনঃ
* "নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন।" (কুরআন ২:২২২)

আল্লাহ অপছন্দ করেনঃ
* "আল্লাহ্‌র কাছে খুবই অসন্তোষজনক।" (কুরআন ৪০:৩৫)

আল্লাহ রাগেনঃ
* "আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালংঘন করো না, তা হলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধবংস হয়ে যায়।" (কুরআন ২০:৮১)
* "বলুনঃ আমি তোমাদেরকে বলি, তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে? যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধাম্বিত হয়েছেন।" (কুরআন ৫:৬০)

আল্লাহ হাসেনঃ
# আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, "... (হাশরের ময়দানে এক লোকের কাহিনী) তখন আল্লাহ হেসে উঠবেন আর তাঁকে বেহেশতে ঢুকতে দেবেন..." {সহিহ বুখারি ১:১২:৭৭০}

তবে আল্লাহ্‌র sad হবার কোন রেফারেন্স এখনও পাইনি।  

আল্লাহ্‌র অনুভূতি জানার ক্ষমতা মানুষের নেই। কুরআন হাদিসই একমাত্র সম্বল এ বিষয়ে জানার। আর আল্লাহ সম্পর্কে না জেনে তাঁর সৃষ্টি নিয়ে বেশি জানতে উৎসাহিত করা হয়েছে।
আশা করি উত্তর পেয়েছেন ।

AIM-8.22
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.