ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১৬ --> খাবার সময় সালামের উত্তর দেওয়া যাবে কি ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
খাবার সময় সালাম নিতে কোন অসুবিধা নেই। কারণ আমাদের দেশে এ প্রসঙ্গে যে হাদীসটি প্রচলিত,যে “খাবার সময় সালাম নেই”,তার কোন ভিত্তি নেই।

ইমাম আল-নববী বলেন,"এ ক্ষেত্রে দুটি situation হতে পারে।

ক) কেউ খাচ্ছে এবং তার মুখে খাবার আছে। এ ক্ষেত্রে,কেউ যদি তাকে সালাম দেয়,তাহলে এটা জরুরী নয় যে সে (যে খাচ্ছে) তাকে (যে সালাম দিয়েছে) সালামের উত্তর দেবে।

খ) কেউ খাচ্ছে এবং তার মুখে খাবার নেই। এ ক্ষেত্রে,খাদ্য গ্রহণকারীর উচিত,সালামের উত্তর দেওয়া।

EDS-4.4
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.