ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১৫৫ --> লিপস্টিক ব্যবহারের হুকুম কি?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

প্রশ্নের মূল উত্তরের আগে একটি বিশেষ তথ্য হল, বর্তমানে আমরা যে সলিড লিপ স্টিক প্রচলিত দেখি এর উদ্ভাবন হয়েছে, ইসলামের স্বর্ণযুগে, মুসলিম ব্যবসায়ীদের হাত ধরে।

সাধারণ ভাবে লিপস্টিক ব্যবহার হালাল হবে কিছু শর্ত পূরণের পরে।

১। লিপস্টিকের কেমিক্যাল ঠোঁটের জন্য ক্ষতিকর হতে পারবে না। যদি ব্যবহারে ঠোঁটের ক্ষতি হয় তবে সে লিপস্টিক ব্যবহার হারাম হবে।

২। কোন পথভ্রষ্ট নারী, নর্তকী, মডেল, নায়িকা, কাফিরাদের অনুকরণে লাগানো হারাম হবে।

৩। এটা কোন অবস্থাতে নন মাহরামদের সামনে দেওয়া যাবে না। লিপস্টিক লাগিয়ে নন মাহরামদের সামনে সুন্দর হয়ে যাওয়া, স্টাইলিশ হিজাবি সেলফি তোলে গায়ের মাহরামদের দেখানো সম্পূর্ণ হারাম, এবং এটা হিজাবের খেলাফ।

৪। এর পিছে অপচয় করলে ব্যবহার হারাম হবে।

এই শর্ত গুলোতে ধরা না খেয়ে, স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপনে লিপস্টিকের ব্যবহার শুধু হালালই নয় বরং এটা মুস্তাহাব হবে, এবং সওয়াব পাওয়া যাবে ইনশাল্লাহ।

অপর দিকে এটা লাগিয়ে গায়ের মাহরামদের থেকে সুইট, বিউটি, প্রিটি ইত্যাদি বিশেষণ আশা করলে পাপের পাল্লা ভারী হবে।

কিন্তু বর্তমানে এটা আমাদের বোনরা পুরো উল্টোই করে থাকে। গায়ের মাহরামদের সামনে লাল লিপস্টিক দিয়ে আবেদনময়ী হিসেবে যায়। আর ঘরে স্বামীর সামনে থাকে রুক্ষ ভাবে!!!

সবশেষে অজুর সময় লিপস্টিক তুলে ফেলতে হবে। লিপস্টিক না উঠালে ঠোঁটে পানি লাগবে না। ফলে অজুও হবে না।

আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন, যেন আমাদের বোনরা প্রবৃত্তির তাড়নায় হারাম কাজ না করে, নিজেকে কন্ট্রোল করতে পারেন। এবং উপযুক্ত জায়গায় ব্যবহার করে সওয়াব হাসিল করতে পারেন।

সুত্রঃ

Ruling on women wearing lipstick
Using lipstick to make the lips more full
Using lipstick
Doing wudoo’ when wearing lipstick


LTA-114.196
site search by freefind advanced

© 2016 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.