ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১৪ --> রোযা থাকা অবস্থায় বউকে চুমু(kiss) খেলে বা জড়িয়ে ধরলে কোন সমস্যা আছে? যদি হ্যাঁ হয় তাহলে আবেগ না আসলে?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

রোযা থাকা অবস্থায় বউকেচুমু(kiss) করাতে কোন সমস্যা নেই। এটা জায়েজ।
অনেকে হারাম বলে থাকেন কিন্তু হাদিস কিন্তু এর বিপরীতেই কথা বলে।

আসুন আমরা হাদিস দেখিঃ 
# উম-সালামা বলেন, "রাসুল (স) রোযা থাকা অবস্থাতেও আমাকে kiss করতেন।" {বুখারি শরিফ, ১:৬:৩১৯}

# আইশা (রা) বলেন, রাসুল (স) স্ত্রীদের রোযা থাকা অবস্থাতেও জড়িয়ে ধরতেন আর kiss করতেন। আর তাঁর আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তোমাদের যে কারো থেকে বেশি ছিল! {বুখারি ৩:৩১:১৪৯}

# আইশা (রা) বলেন, রোযা রেখেও রাসুল (স) স্ত্রীদের kiss করতেন আর এ কথা বলে তিনি মুচকি হাসলেন। {বুখারি ৩:৩১:১৫০}

# যায়নাব (রা) বলেন, রাসুল (স) রোযা থাকা অবস্থায় আমাকে kiss করতেন। {বুখারি শরিফ ৩:৩১:১৫১}

তবে রোযা রেখে রাতে sex করাও allowed।

এ ব্যাপারে কুরআনের আয়াতঃ 
• "রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে।" (কুরআন ২:১৮৭)

এ ব্যাপারে এরূপ ফতওয়াও পাওয়া যায়, শায়খ ইবনে উসাইমিন (রাহ) বলেন, "চুমু(kiss) ছাড়াও অন্যান্য আবেগী কাজ আছে যা যৌনমিলনের দিকে নিয়ে যেতে পারে। যেমন জড়িয়ে ধরা, ইত্যাদি ইত্যাদি। এতে রোযা ভাঙবে কিনা সে বিষয়ে আমাদের রুলিং হচ্ছে,চুমুর(kissing) ক্ষেত্রেও যা এক্ষেত্রেও তা। কোন পার্থক্য নেই। (দুটোই আবেগের ব্যাপার।)" (al-Sharh al-Mumti’, 6/434)

ফতওয়া লিঙ্ক 

যাই হোক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

AIM-6.20
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.