ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১০ --> husband & wife এর মধ্যে sucking কি জায়েজ? 

উত্তরঃ

প্রথমত,sucking দ্বারা দুই ধরণের রতিক্রিয়াকে সংজ্ঞায়িত করা যায়।
  1. Breast sucking,বা স্ত্রীর স্তন চোষণ।
  2. Oral sex,বা স্বামী বা স্ত্রী কর্তৃক একে অন্যের জননাঙ্গ চোষণ।

দ্বিতীয়ত,ইসলাম স্বামী-স্ত্রীর রতিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র দুইটি বিধিনিষেধ আরোপ করেছে।

  1. স্ত্রীর পায়ুপথে গমন,বা anal sex,করা যাবে না।
  2. স্ত্রীর মাসিকের সময় যৌনসঙ্গম করা যাবে না।

আর যে কোন কিছু রোজা রাখা অবস্থায় বাদে যে কোন সময় করা জায়েজ।

আল্লাহ কুরআনের সূরা আল-বাকারার ২২৩ নং আয়াতে বলেনঃ

• “তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর।” (সূরা আল-বাকারা: ২২৩) 

অতএব,উপরোক্ত দুই প্রকার sucking-ই ইসলামে জায়েজ।

তবে, ব্রেস্ট সাকিং এর ক্ষেত্রে একটি বিতর্ক ছিল যে, দুধ পান করলে তালাক হয়ে যাবে কিনা, কারণ যার দুধ পান করা হয় সে দুধমা হয়ে যায় আর দুধমাকে বিবাহ করা হারাম। কিন্তু স্কলাররা এখন একমত যে, সেই rulingটা কেবল ২ বছরের কম শিশুর জন্য প্রযোজ্য আর এর বেশি বয়সের জন্য নয়। তাই ব্রেস্ট সাকিং এ দুধ মুখে প্রবেশ করলেও, কোন সমস্যা নেই। 

তবে ইচ্ছাকৃত ভাবে খাওয়া নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে । এটা না করাই সব দিক দিয়ে উত্তম ।

আর, ওরাল সেক্স এর ক্ষেত্রে, যেসব ফ্লুয়িড মুখে প্রবেশ করে সেসব বাজে ও রুচিশীল নয় তাই... না করাটাই উৎসাহিত করা হয়। তবে আলেমদের মধ্যে মতভেদ তবে বেশীর ভাগ আলেমই হারাম বলেছেন । 

আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।

আর আল্লাহই সবচেয়ে ভাল জানেন।

EDS-2.2
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.