ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

Flash Mob

আমার শরীরটাকে অনেক দিন ধরেই ব্যবহার করছি । সাধারণত রাস্তাঘাটে খুব একটা বের হইনা । কয়েকদিন আগে কি ভেবে যেন পথে ঘুরতে বের হলাম । একা একা । পথের মিহি ধূলিকণাগুলো আমাকে একেবারেই ""ধূলিস্নাত "" করে ছাড়ল । তারপরেও ভাল লাগলো । রাস্তা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম । সবকিছুর মধ্যে রাস্তার নতুন তরমুজ গুলোই আমার দৃষ্টি আকর্ষণ করল তার আর্টের কারনে । দেখলাম তরমুজের কয়েকটা ছোট ফালি কেটে রাখা হয়েছে । তরমুজের ফালিগুলো যেন পথিকদের বলছে "" আমি ছোট একটা ফালিই এত সুন্দর, আমার পুরো দেহের রংঢং তো দেখোইনি "" । so, কান অন এন্ড ফিল মি ।

বিষয়টা ভাবতে ভাবতে সাংঘাতিক আরেকটা জিনিস খেয়াল হলো । আমাদের দেশের মেয়েদেরকে " ফ্ল্যাশমবের " নামে রাস্তায় নাচানো হচ্ছে । সহজ করে বললে, ইসলাম বিরোধীদের বে-সংস্কৃতি আমাদের সহজ সরল বোনদের তরমুজ বানাচ্ছে । ইসলাম বিদ্বেষীদের উদ্দ্যেশ্য হচ্ছে অবলা মেয়েদের পর্দাহীন করে রাস্তায় নামিয়ে তাদের রূপকে চোখে মুখে গেলা । মেয়েদের রাস্তায় না নামালে যেহেতু গিলতে পারবেনা তাই একেক সময় একেক ফন্দি নিয়ে মেয়েদের রাস্তায় নামিয়ে মেয়েদেরতো নষ্ট করছেই, বোনাস হিসাবে ছেলেদের চরিত্রেও হেমলক বিষ ঢুকিয়ে দিচ্ছে । মেয়েদেরকে রাস্তায় নামানোর হাজার কু -চক্রান্তই আমাদের দেশে হয়েছে । শুধু একহাজার নয় বহু হাজার । 

ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা I.C.C মেয়েদেরকে ""ফ্ল্যাশ মবের "" প্যান্ডেল দেখিেয় যেভাবে রাস্তায় দেহ দোলানোর ব্যাবস্থা করেছে, অতীতে কেউ এরকম করবে দূরে থাক, ভাবেওনি । যাত্রা দলের গণিকারাও একটা বেষ্টনীর মধ্যে নাচে । আর ফ্ল্যাশমবের মেয়েদেরকে নাচানো হলো খোলা রাস্তায় ??? আসলে ইসলাম বিদ্বেষীরা মেয়েদেরকে শুধু বিনোদনের যন্ত্র ছাড়া আর কিছুই ভাবেনা । তাই ফ্ল্যাশ নামক পদার্থটিকেও আবার মেয়েদের দ্বারাই ঝকঝকে করে তোলা হলো । কি এই ফ্ল্যাশমব ?? কিভাবে এটার আয়োজন করা হয় ?? এটা কি ভালো কোন জিনিস ?? পশ্চিমারাই বা কি বলে ?? ফ্লাশ মব এবং দস্যুতার সম্পর্ক কোথাই ??? ছোটকরে সবকিছুর একটা ফিরিস্তি তুলে ধরছি ইনশাল্লাহ । 

ফ্লাশ মব ( Flash Mob) কি ::;;;;:: 
ফ্ল্যাশমব বলতে সাধারণত বোঝায় হঠাৎ করে কিছু লোক একত্রিত হওয়া । এরা একত্রিত হয় উদ্দেশ্যহীনভাবে বিনোদন করার জন্য বা কাউকে ব্যাঙ্গ করার জন্য ( ১) । সোজা বাংলায় ফ্ল্যাশমব বলতে বুঝায় ভুংভাং করার জন্য হঠাৎ কোন জায়গায় একত্রিত হওয়া। ফ্ল্যাশমব বিভিন্ন রকম হয়ে থাকে । শুধু নাচ গানের নামই ফ্ল্যাশ মব নয় । মোটামুটিভাবে সবাই মিলে একই রকম ভুংভাং করার নামই ফ্ল্যাশ মব । যেমন :: মেয়েরা ছেলেদের কাঁধে উঠে থাকবে , বালিশ ছোড়াছুড়ি করবে বা সবাই মিলে অতি খুদ্র কাপড় পড়ে দেহ প্রদর্শন করবে এগুলোও ফ্ল্যাশমব । গুগল ইমেজে flash mob লিখে সার্চ দিলে রেফারেন্স পাবেন । যারা ফ্ল্যাশ মব করে তাদের বলা হয় mobber. এটার প্রচলন ঘটায় wired magazine এর সিনিয়র সম্পাদক বিল ওয়াসিক । ২০০৩ সালে সর্বপ্রথম আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ফ্ল্যাশমব ঘটিত হয় ।(২) 

ফ্ল্যাশ মব কিভাবে আয়োজন করা হয় :::::::

পশ্চ্যাতে ফেবু, টুইটার, ইমেইলের মাধ্যমে একজন আরেক জনের সাথে যোগাযোগ করে ফ্ল্যাশ মব আয়োজন করে । আবার মোবাইলের টেক্সট ম্যাসেজের মাধ্যমেও যোগাযোগ হতে পারে । যোগাযোগের পর তারা নির্দিষ্ট জায়গায় একত্রিত হয় । ( ৩)

পরসমাচার :।::::::

I.C.C কে দিয়ে এদেশের বাঙালিদের ব্রেনে আরেকটি বস্তা পঁচা বে-সংস্কৃতি ঢুকানো হল । অথচ উন্নতদেশে এই ফ্লাশ মব এখন পঁচে গিয়েছে । ফ্লাশ মবের নামে সেখানে চলছে ফ্ল্যাশ রোব অর্থাৎ ডাকাতি । flash mob = flash rob । ফ্লাশ মবের বুদ্ধিটিকে কাজে লাগাচ্ছে ডাকাতরা । তারা ফ্লাশ মবের মতোই হঠাৎ করেই এক জায়গায় একত্রিত হচ্ছে । ফলে পুলিশরাও বুঝতে পারেনা তারা আসলে কে ?? এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডাকাতরা দোকানপাট বাড়িঘড়ে প্রবেশ করে ডাকাতি করছে । আবার সাথে সাথেই উধাও (৪)। ফ্লাশমব রুখতে আমেরিকার ফিলাডেলফিয়ার মতো শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে (৫) । পরবর্তীতে এই গর্হিত জিনিস বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয় (৬)। আবার একজনের বান্ধবী অন্য কারো হাত ধরে ফ্লাশ মবে নাচবে এটা কারোরি পছন্দ নয় । তাই ফ্লাশ মবে গুলি করে খুনোখুনির বিষয়ও আছে । হাত - পা ভাঙানোর ইতিহাসও আছে। যেই অখাদ্য বিদেশীরা আর গেলেনা শেষে সেটাই ঢুকানো হল আমাদের দেশে ??? 

কম বেশী পশ্চ্যাতের নগ্নতা সম্পর্কে সবারই জানা আছে । এই দেশগুলোতে মেয়েদেরকে ""যৌনমেশিন "" বানিয়ে রাখা হয়েছে । প্রত্যেকটা মেয়েই পণ্য হিসাবে এহাত থেকে ওহাতে ফেরি করে । স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারেনা । আবার স্ত্রীও তার স্বামীকে বিশ্বাস করতে পারেনা । ফলে কি ঘটছে??? বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি । আমেরিকার এক মহা খমতাধর প্রেসিডেন্ট রিগ্যানের মেয়ের নাম ছিল মোরিন । মেয়েটার বিয়ে হয় ওয়াশিংটনের প্রখ্যাত এক পুলিশ কর্মকর্তার সাথে । দেখুন, খোলামেলা যৌনবাদের ফলে সে দেশের অবস্থা কি দাঁড়িয়েছে........। মোরিন নিজ মুখে বলেন..... 

""১৯৬১ সাল। আমার বয়স তখন ২০। আমি আমার চেয়ে ১০ বছরের বেশি বয়স্ক এক ব্যক্তিকে বিয়ে করি। আমার প্রথম স্বামী নিষ্ঠুরভাবে প্রায়ই প্রহার করত। তার শারীরিক অত্যাচারের জন্য আমি প্রায় স্থবির হয়ে পড়েছিলাম। কোনো কোনো রাতে আমার প্রতি তার শারীরিক অত্যাচার শুরু না হলেও আমি জেগে অপেক্ষা করতাম কখন অত্যাচার শুরু হবে।

মোরিন তার জবানিতে বলেছেন, 'সে দিনটার কথা আমার আজও মনে পড়ে। বরফ পড়ছে। খারাপ আবহাওয়ার জন্য রাস্তায় গাড়ি ও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আমার কর্মস্থল থেকে বাড়ি পৌঁছুতে এক ঘণ্টা দেরি হলো। আমার স্বামী অত্যন্ত রেগে গেলেন। সন্দেহ করলেন আমি অন্য কোনো পুরুষের সঙ্গে সময় কাটিয়েছি। আমি যত তাকে বুঝাতে চাইলাম সে আরও বেশি রেগে যেতে লাগল। এক পর্যায়ে আমাকে সে কিল, ঘুষি মারতে লাগল। আমি অবাক হয়ে গেলাম ও প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেললাম। সারা রাত চোখে-মুখে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমি সে রাতে ঘুমোতে ব্যর্থ হই। তবুও পরদিন সকালের খাবার টেবিলে তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। কিন্তু ফল হলো উল্টো। গ্লাস দিয়ে সে আমার মাথায় প্রচণ্ড আঘাত করল।' মোরিন বলেছেন, তার স্বামী এক রাতে তাকে গলাটিপে হত্যার চেষ্টা করেছিল। এক পর্যায়ে মেঝেতে ফেলে পিটাতে লাগল এবং বলতে থাকল, 'কোনো পুরুষই আর তোর দিকে ফিরে তাকাবে না।' ""( ৭) 

অবাধ যৌনবাদেরর ফলাফল এটাই । এখন আমাদের দেশের মেয়েগুলোকেউ ফ্লাশমবের নাম দিয়ে তরমুজের মত খুলে খুলে রাস্তায় নামানো হচ্ছে । বাংলাদেশের প্রায় সব প্রসিদ্ধ ভার্সিটির মেয়েদের ফ্লাশমবের নামে রাস্তায় নামানো হয়েছে । যেমন :::: ঢাকা ইউনির্ভাসিটি , বুয়েট, রুয়েট ইত্যাদি । আশ্চার্যের বিষয় হলো স্কুল-কলেজের নাবালিকা মেয়েদের পর্যন্ত এইকাজে নামানো হয়েছে । যেমন ::: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ , রাজউক উত্তরা মডেল কলেজ, বরিশাল জিলা স্কুল, অমৃত লাল কলেজ ইত্যাদি। আরও আশ্চার্যের বিষয় হলো বিশেষ কোয়ালিটি সম্পন্ন রুপবতীরাই শুধু এই ফ্লাশমবে অংশ নিয়েছে । বলার অপেক্ষা থাকে না, এটা দেশকে যৌনবাদের দিকে ঠেলে দেবার বলিষ্ঠ পদখেপ । 

ফ্ল্যাশমব মূলত ডাকাতিবাদ বা যৌনবাদেরই সমার্থক । পশ্চ্যাতে ফ্লাশমব বলতে এই ডাকাতি আর যৌনবাদই ঘটিত হয় । আমাদের দেশে এই ভাড়াটিয়া বে- সংস্কৃতি বন্ধ করা উচিত । এ সম্পর্কে আমাদের বোনদের সচেতনতা বাড়াতে হবে । mobber ছেলেদেরও বোঝাতে হবে । তা নাহলে এ দেশের মানুষও এইডস আক্রান্ত হয়ে শুকিয়ে শুকিয়ে মরবে । আমাদের মনবতা-তো আগে থেকেই এইডসে নিমজ্জিত । এবার শরীরের মধ্যেও এইডস ঢুকবে । রসুল (সা.) বলেন "" যখনই কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে......... তাদের মধ্যে প্লেগসহ অভূতপূর্ব রোগ ছড়িয়ে দেয়া হয় "" (৮)। অর্থাৎ অজানা নতুন নতুন রোগ ছড়িয়ে দেয়া হয় । যেমনটি এইডস । 

শেষে ভাবতেই অস্থির লাগে। পশ্চ্যাতেই ফ্লাশ মবের নাম দিয়ে যদি ডাকাতি হয় তাহলে এদেশ কি শুরু হবে....???!!? 

তথ্যসূত্র ::::::

১ +৩। http://en.wikipedia.org/wiki/Flash_mob

২। http://en.wikipedia.org/wiki/Bill_Wasik

৪। ★ http://www.washingtonpost.com/blogs/crime-scene/post/possible-flash-mob-robbery-in-germantown/2011/08/15/gIQAmZFvGJ_blog.html#pagebreak

★ http://www.huffingtonpost.com/tag/chicago-flash-mob-crime

★ http://www.foxnews.com/us/2011/06/18/top-five-most-brazen-flash-mob-robberies/

★http://www.foxnews.com/us/2011/06/18/top-five-most-brazen-flash-mob-robberies/

৫। http://www.npr.org/templates/story/story.php?storyId=125503587

৬। http://m.thelocal.de/20090728/20875

৭। http://www.bd-pratidin.com/2014/03/11/48062

৮। সুনানে ইবনে মাজাহ, কিতাবুন ফিতান, হাদীস নং ৪০১৯
 

সংগ্রহ >> Abu Bakkar
Powered by Create your own unique website with customizable templates.